শিরোনাম
দুর্নীতির মামলায় সাময়িক বরখাস্তকৃত ওসি শাকিল উদ্দিন আহমেদকে কেন জামিন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট। সূত্র: আরটিভি
বুধবার (১৫ ডিসেম্বর) বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি এ কে এম জহিরুল হকের বেঞ্চ এ রুল জারি করেন।
এ ছাড়া তিন সপ্তাহের মধ্যে এর জবাব দিতে বলা হয়েছে।
উল্লেখ্য, ২০১৯ সালের ১১ জুন রাজশাহীর পুঠিয়ায় এক ইটভাটায় শ্রমিক নেতা নূরুলের লাশ মেলে। পরদিন তার মেয়ে নিগার সুলতানা বাদী হয়ে পুঠিয়া থানায় মামলা করেন।
এই ঘটনায় নুরুল ইসলামের মেয়ে পুঠিয়া থানায় আটজনকে আসামি করে এজাহার দেন, কিন্তু থানার ওই সময়ের ওসি শাকিল উদ্দিন আহমেদ সেই এজাহার পরিবর্তন করেন বলে অভিযোগ করেন মামলার বাদী নরুল ইসলামের মেয়ে নিগার সুলতানা। একইসঙ্গে নিগার সুলতানা হাইকোটে রিট করেন।
হাইকোর্টের নির্দেশে দুদক বিষয়টি তদন্ত করে। এ ছাড়া হাইকোর্টের নির্দেশে বিচার বিভাগীয় তদন্তও হয়। তদন্তে এজাহার বদলের অভিযোগের প্রাথমিক সত্যতা মেলায় ওসি শাকিলকে প্রত্যাহার করে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়।
এর আগে হাই কোর্টের নির্দেশনা অনুযায়ী শাকিল গত ৮ ডিসেম্বর আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। কিন্তু ওইদিন আদালতে পূর্ণাঙ্গ নথি না থাকায় শুনানি হয়নি।