শিরোনাম
কুমিল্লায় কাউন্সিলর সোহেলসহ জোড়া খুনের মামলায় আরও একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সূত্র: আরটিভি
বৃহস্পতিবার (২ ডিসেম্বর) দুপুরে পুলিশ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান। এর আগে গত রাত ১১টার দিকে সদর উপজেলার আলেখার চর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত ব্যক্তি নগরীর সুজানগর এলাকার আবুল বাসাড়ের ছেলে ইমরান খন্দকার।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ইমরান প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানান, ঘটনার দিন বিকাল সাড়ে ৪টার দিকে তার মামাতো ভাই জিরান (এজাহার নামীয় ০৮ নং আসামি) তাকে ফোন করে তাদের বাসায় যেতে বলে। সেখানে যাওয়ার পর ইমরান মামলার প্রধান আসামি শাহ আলমসহ, সবির, জেল সোহেল, সাজেন, মাসুমসহ আরও দুই তিনজন লোককে দেখতে পায়।
তারা তিনটি কালো ব্যাগে অস্ত্র, গুলি এবং হাত বোমা ভর্তি করছিল। এ সময় ইমরান ও জিরান তাদেরকে ব্যাগ ভরতে সহযোগিতা করে। পরে ব্যাগ তিনটি ইমরান ও জিরানকে দিয়ে তারা পালিয়ে যায়। এরপর ইমরান এবং জিরান অস্ত্র, গুলি ও বোমা ভর্তি ব্যাগ তিনটি সংরাইশ এলাকার তাজিহা লজ নামক বাসার ভেতরে ফেলে চলে যায়।