রাজধানীতে অস্ত্র কেনাবেচায় জড়িত ৪ জন গ্রেফতার

ফানাম নিউজ
  ০১ নভেম্বর ২০২১, ১৯:১৬

অস্ত্র বেচাকেনায় জড়িত চার ব্যক্তিকে রাজধানীর যাত্রাবাড়ী থেকে গ্রেফতার করেছে পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট। 

রোববার সন্ধ্যায় তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে পাঁচটি আগ্নেয়াস্ত্র ও ৩০১টি গুলি জব্দ করা হয়।

সোমবার দুপুরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এসব কথা জানিয়েছে সিটিটিসি। 

গ্রেফতাররা হলেন- মো. হোসেন, লাল তন পাংখোয়া, আলী আকবর ও আদিলুর রহমান।

ডিএমপির অতিরিক্ত কমিশনার মো.আসাদুজ্জামান বলেন, গ্রেফতার লাল তন পাংখোয়া বরকল সীমান্তবর্তী মিজোরাম রাজ্য ও বান্দরবানের মিয়ানমার সীমান্ত থেকে চোরাচালানের মাধ্যমে অস্ত্র ও গুলি এনে পাবর্ত্য অঞ্চলসহ কক্সবাজার, চট্টগ্রাম ও ঢাকায় বিক্রি করতেন।

তিনি আরও বলেন, গ্রেফতার মো. হোসেন জিজ্ঞাসাবাদে লাল তন পাংখোয়া ছাড়াও ঢাকার অস্ত্র ব্যবসায়ী স্বপনসহ অবৈধ অস্ত্র ব্যবসায়ীদের কাছ থেকে অস্ত্র ও গুলি কেনার কথা স্বীকার করছেন। আকবর ও আদিলুরের মাধ্যমে কক্সবাজার এলাকার বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠীসহ চট্টগ্রামের বিভিন্ন স্থানে সেগুলো সরবরাহ করতেন।