শিরোনাম
জন্মসনদ, জাতীয় পরিচয়পত্র, পাসপোর্টে শিশুর বাবা-মা ছাড়া আইনগত অভিভাবকের নাম ব্যবহারের সুযোগ কেন থাকবে না, জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। রুলে সরকার কী পদক্ষেপ দিয়েছে তা জানতে চেয়েছেন আদালত।
এ সংক্রান্ত রিটের শুনানি নিয়ে রোববার (১০ মার্চ) হাইকোর্টের বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি কাজী জিনাত হকের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।
এ বিষয়ে কী পদক্ষেপ নেওয়া হয়েছে তা জানিয়ে দুই মাসের মধ্যে প্রতিবেদন দাখিল করতে অন্তবর্তীকালীন নির্দেশ দিয়েছেন আদালত।
জন্মনিবন্ধন, জাতীয় পরিচয়পত্র, স্বয়ংক্রিয় পদ্ধতিতে কার্যকরী পাসপোর্ট, ই-পাসপোর্ট প্রভৃতিসহ পরিচয় শনাক্তকারী অনলাইনসহ সব ফরম শুধু মায়ের এবং অভিভাবকের নাম নিবন্ধনের আবেদন করে বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট), বাংলাদেশ মহিলা পরিষদ এবং নারীপক্ষের কর্তৃক জনস্বার্থে দায়ের করা একটি রিট আবেদনের শুনানি নিয়ে এ আদেশ দেন।