যুবলীগ নেতা জাকির হত্যায় ৮ জনের যাবজ্জীবন

ফানাম নিউজ
  ১৮ অক্টোবর ২০২১, ১৬:৩৩

ঝিনাইদহে যুবলীগ নেতা জাকির হোসেন মণ্ডল হত্যা মামলায় আটজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এ সময় প্রত্যেককে পাঁচ হাজার টাকা করে জরিমানা ও বিস্ফোরণ আইনে সাত বছর করে কারাদণ্ড দেন।

সোমবার (১৮ অক্টোবর) বেলা ১১টায় অতিরিক্ত দায়রা জজ প্রথম আদালতের বিচারক মো. শওকত হোসাইন এ রায় দেন দেন। তবে এ মামলায় অন্য আসামি সদর উপজেলার গান্না ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান নাসির উদ্দিন মালিথার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাকে বেকসুর খালাস ও মশিউর রহমান, উজ্জল হোসেন মারা যাওয়ায় তাদের মামলা থেকে বাদ দেওয়া হয়েছে।

দণ্ডপ্রাপ্তরা হলেন, মৃত আজগর আলী মণ্ডলের ছেলে আবদুল করিম, মৃত মনিরুল ইসলামের ছেলে শান্তি হোসেন, আবদুল রাজ্জাকের ছেলে লাভলু, মায়দার আলী মণ্ডলের ছেলে আবু জাহিদ মনি, মৃত ঝড়ু লস্করের ছেলে মিজানুর রহমান ওরফে টাক মিজান, নুরুল ইসলামের ছেলে ইব্রাহিদ খলিল, হাবিল্লা কবিরাজের ছেলে মুকুল ও নায়েম আলীর ছেলে নাসির। হত্যা মামলার সব আসামির বাড়ি সদর উপজেলার গান্না ইউনিয়নে।

আদালত সূত্র জানায়, ২০১০ সালে ৭ জুলাই নিজবাড়ি সদর উপজেলার কাশিমপুর এলাকায় যাওয়ার পথে বোমা মেরে যুবলীগ নেতা জাকির হোসেন শান্তিকে হত্যা করা হয়। পরে এ ঘটনার পরদিন ৮ জুলাই নিহতের বাবা সিরাজুল ইসলাম সদর থানায় একটি হত্যা মামলা করেন। দীর্ঘ শুনানি শেষে আদালত সোমবার (১৮ অক্টোবর) এ রায় ঘোষণা করলেন।

আদালতের পিপি অ্যাডভোকেট মোহাম্মদ ইসমাইল হোসাইন এ তথ্য নিশ্চিত করেছেন।