ঢাবিতে সংঘর্ষ : ছাত্রদলের অর্ধশতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে ছাত্রলীগ নেতার মামলা

ফানাম নিউজ
  ২৮ মে ২০২২, ১০:২৮

সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে সংঘর্ষের ঘটনায় ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েলসহ অজ্ঞাতনামা ৫০-৬০ জনকে আসামি করে মামলা করেছেন ছাত্রলীগের এক নেতা। গতকাল শুক্রবার (২৭ মে) বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ্ হল ছাত্রলীগের সভাপতি জাহিদুল ইসলাম জাহিদ বাদী হয়ে মামলাটি দায়ের করেন বলে জানা গেছে।

এ বিষয়ে শাহবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) মওদূদ হাওলাদার বলেন, মামলার এজহারে ১৭ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ৫০-৬০ জনকে আসামি করা হয়েছে।

মামলার এজহারে অভিযোগ করা হয়েছে, ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল, জ্যেষ্ঠ সহ সভাপতি রাশেদ ইকবাল খান, যুগ্ম সাধারণ সম্পাদক মো. রাকিবুল ইসলাম রাকিব, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক আক্তার হোসেন ও সদস্য সচিব মো. আমানুল্লাহ আমান ওই সংঘর্ষের জন্য দায়ী।

এর আগে গত মঙ্গলবার (২৪ মে) রাতে বিশ্ববিদ্যালয় এলাকায় ছাত্রলীগ ও ছাত্রদলের সংঘর্ষের ঘটনায় বিশ্ববিদ্যালয়ের ‘শৃঙ্খলা’ ও ‘সম্পদ’ নষ্টের অভিযোগে অজ্ঞাতনামা ৩শ থেকে ৪শ জনকে আসামি করে মামলা দায়ের করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

এরপর গতকাল শুক্রবার ছাত্রলীগ নেতার দায়ের করা মামলায় উল্লেখ করা হয়, ছাত্রদলের সাধারণ সম্পাদকসহ ৫০-৬০ জন নেতাকর্মী লাঠিসোঁটা, লোহার রডসহ ছাত্রলীগের নেতাকর্মীদের হত্যার উদ্দেশ্যে হামলা করে। এতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৮ জন সাধারণ শিক্ষার্থী গুরুতর আহত হন। এছাড়াও অনেক শিক্ষার্থী আহত হন।

মামলার বাদী জাহিদ বলেন, ‘আমাদের ওপর এরকম হামলার বিচার চেয়ে গতকাল শুক্রবার আমি বাদী হয়ে মামলাটি দায়ের করেছি। গত মঙ্গলবার (২৪ মে) শহীদুল্লাহ্ হল ছাত্রলীগ ও সাধারণ শিক্ষার্থীরা মিলে মধুর ক্যান্টিন থেকে স্লোগান দিয়ে হলের দিকে যাওয়ার সময় ছাত্রদলের সাধারণ সম্পাদকের নেতৃত্বে লাঠিসোটা ও লোহার রড নিয়ে আমাদের ওপর ‘হত্যার উদ্দেশ্যে’ হামলা করে। এতে শহীদুল্লাহ হলের ৮ জনসহ ফজলুল হক ও জগন্নাথ হলসহ বিভিন্ন হলের শিক্ষার্থীরা আঘাতপ্রাপ্ত হয়।

গত মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি, শহীদ মিনার ও দোয়েল চত্বরসহ বেশ কয়েকটি জায়গায় ছাত্রলীগ ও ছাত্রদল নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়। হামলায় ছাত্রদলের অর্ধশত নেতাকর্মী আহত হন বলে দাবি করে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ছাত্র সংগঠনটি। ওই হামলার প্রতিবাদে গত বৃহস্পতিবার (২৬ মে) দুপুরে ছাত্রদল নেতাকর্মীরা হাইকোর্ট এলাকা থেকে বিক্ষোভ মিছিল বের করে দোয়েল চত্বরের দিকে গেলে ছাত্রলীগ তাদের উপর হামলা চালায়। এদিনের হামলায় ছাত্রদলের ৪৭ জন নেতাকর্মী আহত হয়েছে বলে দাবি করেছে সংগঠনটি।

সূত্র: আরটিভি