শিরোনাম
জনবল নিয়োগ দেবে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)। শূন্যপদ পূরণের লক্ষ্যে যোগ্যতাসম্পন্ন বাংলাদেশি নাগরিকদের কাছ থেকে আবেদন চাওয়া হয়েছে। মোট ১৯টি পদে লোক নেবে প্রতিষ্ঠানটি। ডাকযোগে বা সরাসরি গিয়ে করা যাবে আবেদন।
নিয়োগের বিভিন্ন পদ—
১. ড্রাফটসম্যান, বেতন- ১২৫০০/- থেকে ৩০২৩০/-
২. ইনস্ট্রুমেন্ট টেকনিশিয়ান, বেতন- ১২৫০০/- থেকে ৩০২৩০/-
৩. পিএ, বেতন- ১১০০০/- থেকে ২৬৫৯০/-
৪. উচ্চমান সহকার, বেতন- ১১০০০/- থেকে ২৬৫৯০/-
৫. লাইব্রেরী সহকারী-কাম ডকুমেন্টেশন সহকারী, বেতন- ১১০০০/- থেকে ২৬৫৯০/-
৬. ল্যাব: ইনস্ট্রাক্টর-কাম স্টোরকিপার, বেতন- ১১০০০/- থেকে ২৬৫৯০/-
৭. ডাটা এন্ট্রি অপারেটর, বেতন- ১১০০০/- থেকে ২৬৫৯০/-
৮. ড্রাইভার (ভারী লাইসেন্স), বেতন- ৯৭০০/- থেকে ২৩৪৯০/-
৯. এলডিএ-কাম কম্পিউটার অপারেটর, বেতন- ৯৩০০/- থেকে ২২৪৯০/-
১০. হিসাব সহকারী-কাম কম্পিউটার অপারেটর, বেতন- ৯৩০০/- থেকে ২২৪৯০/-
১১. সহকারী ক্যাশিয়ার, বেতন- ৯৩০০/- থেকে ২২৪৯০/-
১২. ড্রাইভার (হালকা লাইসেন্স), বেতন- ৯৩০০/- থেকে ২২৪৯০/-
১৩. ল্যাব. এটেনডেন্ট, বেতন- ৯০০০/- থেকে ২১৮০০/-
১৪. শপ এটেনডেন্ট, বেতন- ৯০০০/- থেকে ২১৮০০/-
১৫. লাইব্রেরি এটেনডেন্ট, বেতন- ৮৫০০/- থেকে ২০৫৭০/-
১৬. অফিস এটেনডেন্ট, বেতন- ৮৫০০/- থেকে ২০৫৭০/-
১৭. এমএলএসএস, বেতন- ৮৫০০/- থেকে ২০৫৭০/-
১৮. গার্ড, বেতন- ৮৫০০/- থেকে ২০৫৭০/-
১৯. ভেহিক্যাল হেলপার, বেতন- ৮৫০০/- থেকে ২০৫৭০/-
এসব পদের প্রতিটির জন্য রয়েছে আলাদা আলাদা আবেদনের যোগ্যতা, অভিজ্ঞতা ও বয়সসীমা। নিয়োগের বিস্তারিত জানা যাবে বিজ্ঞপ্তিতে। বিজ্ঞপ্তি দেখুন এখানে—
আবেদনের নিয়ম
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের অনলাইন প্ল্যাটফরম https://regoffice.buet.ac.bd/ -এ থেকে আবেদন করতে হবে অথবা সরাসরি গিয়ে যোগাযোগ করতে হবে।
আবেদনের শেষ সময়: অগামী ১৩ অক্টোবর পর্যন্ত আবেদনপত্র পাঠাতে পারবেন।