শিরোনাম
এক বৃদ্ধের সঙ্গে ‘চুক্তি’ হয়েছিল এক যুবকের। সেই চুক্তির কারণে ওই বৃদ্ধের পা কেটে নেন এক যুবক। ফলে রক্তরক্ষণে ওই বৃদ্ধের মৃত্যু হয়।
অস্ট্রেলিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলে এই ঘটনা ঘটে বলে বিবিসি সোমবার এক প্রতিবেদনে জানিয়েছে।
পুলিশের বরাত দিয়ে ওই প্রতিবেদনে বলা হয়েছে, ফার নর্থ কুইন্সল্যান্ডের ইনন্সিফেইলের একটি পার্কে ৬৬ বছর বয়সী ওই বৃদ্ধকে খুঁজে পান পথচারীরা।
পুলিশের ধারণা ৩৬ বছর বয়সী ওই যুবক কোনো চুক্তির অধীনে করাত দিয়ে ওই বৃদ্ধের পা কেটে ফেলেন।
পুলিশ জানায়, ওই দুজন একে অন্যকে চিনতেন। তারা একসঙ্গেই গাড়িতে করে ওই পার্কে আসেন। এর ২০ মিনিট পর বৃদ্ধের পা করাত দিয়ে হাঁটুর নিচ থেকে কেটে ফেলেন যুবক।
সন্দেহভাজন যুবক আহত বৃদ্ধকে গাড়িতে ফিরে যেতে সহায়তা করেন। এর পর হেঁটে ওই এলাকা ছেড়ে চলে যান তিনি।
পথচারীরা আহত ব্যক্তিকে গাড়িতে খুঁজে পেয়ে জরুরি পরিষেবায় ফোন দেন। তবে উদ্ধারকর্মীরা আসার আগেই তার মৃত্যু হয়।
এ ব্যাপারে পুলিশের গোয়েন্দা পরিদর্শক গ্যারি হান্টার স্থানীয় সংবাদমাধ্যমকে বলেন, আমার ৩৪ বছরের চাকরি জীবনে আজকের মতো পরিস্থিতির মুখোমুখি হইনি।
তিনি এই ঘটনাকে দুঃখজনক হিসেবে অভিহিত করেছেন। তবে কী কারণে ওই ব্যক্তির পা কেটে ফেলা হয়েছে, তা স্পষ্ট নয় বলেও জানিয়েছেন তিনি।
সন্দেহভাজন যুবককে সোমবার আদালতে হাজির করা হবে।