আসানসোলে নিয়োগ পরীক্ষায় জালিয়াতি, গ্রেফতার ২৫

ফানাম নিউজ
  ২১ ফেব্রুয়ারি ২০২২, ১৩:০৩

আসানসোল আদালতে চতুর্থ শ্রেণির কর্মী ও স্টেনোগ্রাফার নিয়োগ পরীক্ষায় ব্যাপক জালিয়াতির ঘটনা ঘটেছে। এ ঘটনায় একাধিক পরীক্ষাকেন্দ্র থেকে ২৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (২০ ফেব্রুয়ারি) পশ্চিম বর্ধমান জেলা জজ আদালতে কর্মী নিয়োগ পরীক্ষা ছিল। মোট দু’টি পর্যায়ে চতুর্থ শ্রেণি, ই-স্টেনোসহ বিভিন্ন পদে নিয়োগে এ পরীক্ষা হয়। আসানসোল শহরসহ শিল্পাঞ্চলের একাধিক স্কুলে এ পরীক্ষার আয়োজন করা হয়েছিল। কলকাতা হাইকোর্টের তত্ত্বাবধানে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

জানা গেছে, একাধিক স্কুলে পরীক্ষার্থীর উপস্থিতির সংখ্যা অনেক কম ছিল। আসানসোল উত্তর থানা এলাকার স্কুলে ৩০০ জনের পরীক্ষা দেওয়ার কথা ছিল। কিন্তু পরীক্ষা দিয়েছেন মাত্র ৮১ জন। আসানসোল শহরের একটি গার্লস স্কুলেও ৪০ শতাংশের মতো পরীক্ষার্থী ছিলেন।

এদিন সব পরীক্ষাকেন্দ্রেই পুলিশ মোতায়েন করা হয়েছিল। তা সত্ত্বেও কেউ অবৈধভাবে ব্যবহার করেছে একাধিক মোবাইল, কেউ ব্যবহার করেছে ভ্যানিশিং কালি, কেউ ব্যবহার করেছে ভুয়া অ্যাডমিট কার্ড। এ কারণেই আসানসোল শহরের একটি স্কুল থেকে ২০ জন পরীক্ষার্থীকে আটক করেছে দক্ষিণ থানার পুলিশ। তাদের মধ্যে পাঁচ পরীক্ষার্থীর বিরুদ্ধে অভিযোগ— তারা মোবাইল লুকিয়ে পরীক্ষা হলে ঢুকেছিল। পাঁচজনের কাছে ভ্যানিশিং কালি পাওয়া যায়। বাকি ১০ জনের অ্যাডমিট কার্ডের সঙ্গে তাদের পরিচয়পত্রের ছবি মেলেনি।

পুলিশ বলছে, এ ঘটনায় আসানসোল উত্তর, দক্ষিণ, কুলটি ও হীরাপুরসহ চারটি থানায় আট মামলায় ২৫ জনকে গ্রেফতার করা হয়েছে। পাশাপাশি পরীক্ষার আয়োজকদের কাছ থেকে লিখিত অভিযোগ চাওয়া হয়। তারা অভিযোগ দায়ের করার পরই জালিয়াত চক্রের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।