শিরোনাম
আবাসিক এলাকায় উচ্চ শব্দে গান বাজানো নিয়ে নতুন নির্দেশনা দিয়েছে সৌদি আরব। নতুন নির্দেশনায় আজান ও নামাজের সময় গান বাজানো কিংবা গানের শব্দ বাড়িয়ে দেওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এই নিষেধাজ্ঞা না মানলে সেটা শাস্তিযোগ্য অপরাধ হিসেবে বিবেচিত হবে বলে স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে গালফ নিউজ রোববার এক প্রতিবেদনে জানিয়েছে।
নামাজের সময় কেউ গান বাজালে প্রথমবার এক হাজার সৌদি রিয়াল জরিমানা করা হবে। একই অপরাধ দ্বিতীয়বার করলে দ্বিগুণ অর্থাৎ দুই হাজার সৌদি রিয়াল জরিমানা দিতে হবে।
এছাড়া, সৌদি আরবে মসজিদ বা সরকারি অফিসে শর্টস পরার জন্য ২৫০ থেকে পাঁচ হাজার রিয়াল পর্যন্ত নতুন জরিমানার বিধানও চালু হয়েছে।
যদিও সৌদি আরবে পুরুষরা জনসমক্ষে হাফপ্যান্ট পরলে তা শিষ্টাচারের লঙ্ঘন বলে বিবেচিত হয় না।
সৌদি আরবের স্বরাষ্ট্রমন্ত্রী প্রিন্স আবদুল আজিজ বিন সৌদ বিন নায়েফ পাবলিক ডেকোরাম রেগুলেশন সংশোধনের আহ্বান জানিয়ে একটি মন্ত্রী পর্যায়ের সিদ্ধান্ত জারি করার পরে নতুন জরিমানা চালু করা হয়।
এর আগে পাবলিক ডেকোরাম রেগুলেশনে ১৯টি বিষয় অন্তর্ভূক্ত ছিল। তবে উচ্চ শব্দে গান বাজানোর কারণে জরিমানা চালু হওয়ার পর এখানে আরও একটি বিষয় যোগ হলো।
পাবলিক ডেকোরাম রেগুলেশনের অধীনে বেশিরভাগ কর্মকাণ্ডই সৌদি আরবে ইতোমধ্যেই নিষিদ্ধ। তবে এসবের জন্য কোনো নির্দিষ্ট শাস্তির বিধান ছিল না। বরং এ ব্যাপারে কী সিদ্ধান্ত নেওয়া হবে তা একজন বিচারকের ওপর ছেড়ে দেওয়া হয়েছিল।