বাবা প্রতিরোধযোদ্ধা সন্দেহে শিশুকে হত্যা করল তালেবান

ফানাম নিউজ
  ২৮ সেপ্টেম্বর ২০২১, ১১:৪৭

আফগানিস্তানের তাখার প্রদেশে এক শিশুকে হত্যার অভিযোগ উঠেছে তালেবান যোদ্ধাদের বিরুদ্ধে। এ শিশুর বাবা আফগান প্রতিরোধ বাহিনীর সদস্য— এমন সন্দেহের ওপর ভিত্তি করে বর্বর কাণ্ডটি ঘটায় শাসকগোষ্ঠী।

আফগানিস্তানের গণমাধ্যম পাঞ্জশির অবজারভারের বরাত দিয়ে এ তথ্য জানায় ভারতীয় গণমাধ্যম এনডিটিভি।

পাঞ্জশির অবজারভার একটি স্বাধীন গণমাধ্যম, যা পাঞ্জশির এবং আফগান পরিস্থিতি নিয়ে সংবাদ প্রকাশ করে।

এক টুইটে পাঞ্জশির অবজারভার জানায়, বাবা প্রতিরোধযোদ্ধাদের সঙ্গে রয়েছে— এমন সন্দেহে তাখার প্রদেশে একটি শিশুকে হত্যা করেছে তালেবান। 

যদিও তালেবান ক্ষমতা দখলের পর নিজেদের বদলে ফেলার কথা জানায় বিশ্ববাসীর কাছে। যেন দ্রুত তারা স্বীকৃতি আদায় করে নিতে পারে। কিন্তু এখনও কোনো দেশ তালেবানকে স্বীকৃতি দেওয়ার ঝুঁকি নিতে রাজি হয়নি।