শিরোনাম
ইউক্রেন সীমান্ত থেকে রাশিয়ার প্রতি সেনাবাহিনী প্রত্যাহারের আহ্বান জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। সংস্থাটি প্রেসিডেন্ট পুতিনের প্রতি ইউক্রেনের নিষ্পাপ বেসামরিক নাগরিকদের ওপর নির্বিচারে গোলাবর্ষণের নিন্দাও জানিয়েছে।
সিএনএনের খবরে বলা হয়েছে, পূর্ব ইউক্রেনের ছিটমহলে রুশপন্থি বিচ্ছিন্নতাবাদীদের নাশকতামূলক কর্মকাণ্ড নিয়ে ইউক্রেনের কর্মকর্তারা উদ্বেগ জানানোর পর শনিবার ইউরোপীয় ইউনিয়নের উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধিদল এই বিবৃতি দেয়।
বিবৃতিতে ভারি অস্ত্র ব্যবহার করে ইউক্রেনের বেসামরিক নাগরিকদের ওপর নির্বিচারে গোলাবর্ষণের নিন্দা জানিয়ে বলা হয়, এটা আন্তর্জাতিক মানবাধিকার আইন এবং মিনস্ক চুক্তির স্পষ্ট লঙ্ঘন।
বিবৃতিতে রাশিয়ার উসকানি এবং অস্থিতিশীল করার প্রচেষ্টার মুখে ইউক্রেনকে ধৈর্য্য ধরার আহ্বান জানানো হয়। রাশিয়া হামলার নাটক মঞ্চায়ন করছে অভিযোগ করে এতে বলা হয়, এর মাধ্যমে মস্কো সামরিক হামলা বৈধ করার অপচেষ্টা চালাচ্ছে।