শিরোনাম
ইউক্রেন নিয়ে রাশিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের উত্তেজনা তুঙ্গে। এ অবস্থায় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে দেশটির জাতীয় নিরাপত্তা টিম নিয়মিত কিয়েভের পরিস্থিতি সম্পর্কে অবহিত করছে।
হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি জেন সাকি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, শনিবার সন্ধ্যায় প্রেসিডেন্ট বাইডেনকে ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের মিউনিখ নিরাপত্তা সম্মেলন সম্পর্কে জানানো হয়েছে।
প্রসঙ্গত, শনিবার ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস জার্মানির মিউনিখে এই সম্মেলনে যোগদান করেছিলেন। যুক্তরাষ্ট্রের প্রথম নারী প্রেসিডেন্ট কমলা হ্যারিস এখানে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লদিমির জেলনস্কির মুখ থেকে সরাসরি পরিস্থিতির বর্ণনা শোনেন। সম্মেলন শেষে কমলা হ্যারিস বলেন, ইউক্রেনের পরিস্থিতি চূড়ান্ত অবস্থায় রয়েছে। যেকোনো সময় সবচেয়ে ভয়াবহ কিছু ঘটতে পারে।
এই সম্মেলনে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলনস্কি ইউরোপীয়ান মিত্রদের কাছে সামরিক, অর্থনৈতিক সহযোগিতা আহ্বানের পাশাপাশি বিভিন্ন বিষয় নিয়ে ক্ষোভও প্রকাশ করেন।
এদিকে ইউক্রেন ইস্যুতে রোববার প্রেসিডেন্ট বাইডেন জাতীয় নিরাপত্তা কাউন্সিলের বৈঠকে বসবেন। এই বৈঠকে ইউক্রেনের সর্বশেষ বিষয় নিয়ে আলোচনা করা হবে।
হোয়াইট হাউসের প্রেস সচিব জেন সাকি জানান, ইউক্রেনের পরিবর্তনশীল পরিস্থিতি সম্পর্কে প্রেসিডেন্ট বাইডেন সব সময় পর্যবেক্ষণ করছেন। তাকে নিয়মিত আপডেট প্রদান করা হচ্ছে। জাতীয় নিরাপত্তা টিম জানিয়েছে, রাশিয়া ইউক্রেনে যে কোনো সময় আক্রমণ চালাতে পারে।