সোমালিয়ায় আত্মঘাতী বোমা হামলায় নিহত ১৩

ফানাম নিউজ
  ২০ ফেব্রুয়ারি ২০২২, ০৭:০১

আফ্রিকার দেশ সোমালিয়ার মধ্যাঞ্চলীয় বেলেডওয়েন শহরে আত্মঘাতী বোমা হামলায় অন্তত ১৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২০ জন।

গতকাল শনিবার (১৯ ফেব্রুয়ারি) শহরটির জনাকীর্ণ হাসান দিফ রেস্তোরাঁর উন্মুক্ত অংশে এ বোমা হামলা চালানো হয়। দেশটির পুলিশের মুখপাত্র দিনি রোবেল আহমেদের বরাত দিয়ে কাতারভিত্তিক টেলিভিশন চ্যানেল আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

দিনি রোবেল আহমেদ বলেন, শনিবার দুপুরের খাবারের সময় ওই রেস্তোরাঁয় সাধারণ মানুষের পাশাপাশি রাজনীতিকেরাও ছিলেন। তবে হামলায় আহত ২০ জনের মধ্যে অধিকাংশই সাধারণ মানুষ। হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। আরেক পুলিশ কর্মকর্তা মোহাম্মদ হাসান বলেন, হামলায় জেলার দুই উপকমিশনার নিহত হয়েছেন। তার দেখা সবচেয়ে ভয়াবহ হামলা এটি।

প্রত্যক্ষদর্শী মাহাদ ওসমান বলেন, আমি কয়েকজনের মরদেহ দেখেছি। কিন্তু কতজন আহত হয়েছেন তা জানতে পারিনি।

সোমালিয়ার রাজধানী মোগাদিসু থেকে ৩৪০ কিলোমিটার উত্তরে নির্বাচনী এলাকায় প্রথম দফা ভোটের প্রাক্কালে নিরাপত্তা জোরদার করা সত্ত্বেও এ হামলার ঘটনা ঘটেছে।