ইসরাইলে হিজবুল্লাহর সামরিক ড্রোনের সাফল্য

ফানাম নিউজ
  ১৯ ফেব্রুয়ারি ২০২২, ১১:২৫

ইসরাইলের ওপর টানা ৪০ মিনিট অবস্থানের পর লেবাননে অক্ষত অবস্থায় ফিরে এলো হিজবুল্লাহর পাঠানো ড্রোন।

লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন-হিজবুল্লাহ শুক্রবার এ দাবি করেছে। খবর আনাদোলুর।

লেবাননের আল-মানার টিভি চ্যানেলে প্রচার হিজবুল্লার এক বিবৃতিতে বলা হয়, প্রায় পৌনে এক ঘণ্টা ইসরাইলের উত্তরাঞ্চলে আকাশে সফলভাবে নজরদারির পর অক্ষত অবস্থায় নিরাপদে লেবাননে ফিরে আসে তাদের পাঠানো ড্রোন।

ইসরাইলের সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, শুক্রবার ভোরে লেবাননের আকাশ থেকে একটি ড্রোন তাদের আকাশ সীমায় প্রবেশ করে। তারা এটাকে শনাক্ত করার পর গুলি করে ভূপাতিত করার আগেই তা লেবাননে পালিয়ে যেতে সক্ষম হয়েছে।

ইসরাইলি সেনাবাহিনীর মুখপাত্র অ্যাভিচে আদ্রায়ি বলেছেন, লেবানন থেকে আসা ড্রোনটি শনাক্ত করার পর ইসরাইলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম থেকে ক্ষেপণাস্ত্র ছোড়ে তা ধংস করার চেষ্টা করেও ব্যর্থ হয়।

এ দিকে, হিজবুল্লাহ এটাকে সামরিক দিক থেকে তাদের বিরাট একটি সাফল্য মনে করছে।