হিজাব নিয়ে বিজেপি সাংসদের বিস্ফোরক মন্তব্য

ফানাম নিউজ
  ১৮ ফেব্রুয়ারি ২০২২, ১১:৫৬

লোকসভার এই সংসদ সদস্যের এর আগেও বিভিন্ন ইস্যুতে উত্তেজনাপূর্ণ মন্তব্য করার ইতিহাস রয়েছে। প্রজ্ঞা ঠাকুর বলেন, জনসমক্ষে হিজাব পরার দরকার নেই, কারণ হিন্দুরা নারীদের পূজা করে।

মধ্যপ্রদেশের ভোপালের একটি মন্দিরে আয়োজিত অনুষ্ঠানে তিনি বলেন, কোথাও হিজাব পরার দরকার নেই। যারা তাদের বাড়িতে নিরাপদ নয়, তারা হিজাব পরুন। আপনাদের মাদরাসা আছে, সেখানে যদি হিজাব পরেন তাহলে আমাদের কিছু বলার নেই। কিন্তু যেখানে ‘হিন্দু সমাজ’ আছে, সেখানে এর প্রয়োজন নেই।

তিনি বলেন, হিজাব হলো পর্দা। পর্দা তাদের বিরুদ্ধে ব্যবহার করুন যারা আপনার দিকে কুদৃষ্টিতে তাকায়। কিন্তু এটা নিশ্চিত যে হিন্দুরা নারীদের খারাপ চোখে দেখে না, তারা নারীদের পূজা করে। আপনাদের উচিত বাড়িতে হিজাব পরা।

প্রসঙ্গত, কর্ণাটকের শ্রেণিকক্ষে ছাত্রীদের হিজাব পরা নিষিদ্ধ করা নিয়ে বিতর্ক শুরু হয় ডিসেম্বরে। উদুপি জেলার ছয়জন ছাত্রী এই নিষেধাজ্ঞাকে চ্যালেঞ্জ করার পর ব্যাপকভাবে প্রতিবাদ শুরু হয়। এরপর তিন দিন কর্ণাটকের স্কুল-কলেজ বন্ধ রাখা হয়।

এর মধ্যেই গত ১০ ফেব্রুয়ারি যতদিন পর্যন্ত হিজাব-সংক্রান্ত মামলার নিষ্পত্তি না হচ্ছে, ততদিন স্কুল ও কলেজে হিজাবসহ যেকোনো ধরনের ধর্মীয় পোশাক পরা যাবে না বলে নির্দেশ দেন কর্ণাটকের হাইকোর্ট।

ভারতের কর্ণাটকে মুসলিম ছাত্রীদের হিজাব পরার অনুমতি না দেওয়ায় ক্রমবর্ধমান ক্ষোভের মধ্যেই বিতর্কিত বিজেপি সাংসদ প্রজ্ঞা ঠাকুর বলেছেন, যেসব নারীরা বাড়িতে নিরাপদ নয়, শধু তাদের হিজাব পরতে হবে।

সূত্র: এনডিটিভি