শিরোনাম
রাশিয়া-ইউক্রেনের উত্তেজনাকর পরিস্থিতি প্রশমনে এবার তৎপর হলো ইরান। ইউক্রেনের বর্তমান পরিস্থিতি নিয়ে ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্র কুলেবারের সঙ্গে ফোনে কথা বলেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আব্দুল্লাহিয়ান। খবর আনাদোলুর।
দুই দেশের শীর্ষ কূটনীতিকরা গত মঙ্গলবার এ ফোনালাপ করেন। কিয়েভ ও মস্কোর মধ্যকার চলমান উত্তেজনা প্রশমনে করণীয় নির্ধারণ এবং দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়ন নিয়ে আলোচনা হয় তাদের মধ্যে।
এ সময় ইউক্রেনের উন্নয়নে পাশে থাকার আশ্বাস দেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আব্দুল্লাহিয়ান।
এ ছাড়া চলমান উত্তেজনাকর পরিস্থিতি সামাল দিতে তৃতীয়পক্ষের জন্য বসে না থেকে কূটনীতিক চ্যানেলে সরাসরি রাশিয়ার সঙ্গে আলোচনারও পরামর্শ দেয় ইরান।
আব্দুল্লাহিয়ান আরও বলেন, প্রতিবেশী দেশ দুটির মধ্যকার এ অস্থিরতা দূর করতে যদি ইরানের সহযোগিতা প্রয়োজন হয় তেহরান তা অবশ্যই করবে।
এ সময় ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্র কুলেবার বলেন, তেহরানের সঙ্গে কিয়েভের চমৎকার সম্পর্ক রয়েছে। তৃতীয় কোনো পক্ষ এ সম্পর্কে ফাটল ধরাতে পারবে না।
দুই দেশের মধ্যে সম্পর্ক দিন দিন আরও জোরদার হচ্ছে। বিশেষ করে অর্থনৈতিক খাতে। এ ধারা অব্যাহত থাকবে বলে দুই দেশের এ কূটনীতিকরা আশা প্রকাশ করেন।