আফগানিস্তানে গম পাঠাতে ভারতকে সুযোগ দেবে পাকিস্তান

ফানাম নিউজ
  ১৭ ফেব্রুয়ারি ২০২২, ০২:১২

নিজেদের রাস্তা দিয়ে ভারতকে আফগানিস্তানে গম পাঠানোর সুযোগ দেওয়ার কথা জানিয়েছে পাকিস্তান। খবর আল আরাবিয়া।

খাদ্যকষ্টে থাকা আফগানিস্তানে ৫০ হাজার মেট্রিক টন গম পাঠাতে চায় ভারত। আর এই গম এখন পাকিস্তানের মধ্যে দিয়ে নিয়ে যাওয়া হবে। 

তিন বছর আগে ২০১৯ সালে ভারতের নিয়ন্ত্রনে থাকা কাশ্মিরের পুলওয়ামা শহরে ভারতীয় নিরাপত্তা বাহিনীর গাড়িবহরে হামলা চালায় সন্ত্রাসীরা। ওই হামলায় ৪০ জন নিহত হন। 

পুলওয়ামা হামলার পর পাকিস্তানের সঙ্গে বাণিজ্যিক কার্যক্রম স্থগিত করে দেয় ভারত। ফলে দুই দেশের মধ্যে বাণিজ্যিক পণ্য আনা নেওয়ার বিষয়টি বন্ধ হয়ে যায়। 

তবে আফগানিস্তানের বর্তমান পরিস্থিতি ও মানবিক দিক বিবেচনা করে নিজেদের দেশে ভারতের পণ্য প্রবেশ করতে দিতে রাজি হয়েছে পাকিস্তান। 

চুক্তি অনুযায়ী ২১ ফেব্রুয়ারি কয়েকশ ট্রাক পাকিস্তানের লাহোর শহরের বাগাহ সীমান্ত দিয়ে ভারত থেকে গম বোঝাই করবে। 

গম বোঝাই শেষে ট্রাকগুলো আফগানিস্তানের জালালাবাদের উদ্দেশে রওনা করবে ২২ ফেব্রুয়ারি। ওইদিন ট্রাকগুলো পাকিস্তানের তোরখাম সীমান্ত ব্যবহার করে পাকিস্তানে প্রবেশ করবে। 

সূত্র: আল আরাবিয়া