শিরোনাম
আফগানিস্তানের জিহাদী গ্রুপের নেতা আতা মোহাম্মদ নুর, আব্দুল রশিদ দুস্তম ও মোহাম্মদ মোহাকিকের সঙ্গে তুরস্কে পাকিস্তানের গোয়েন্দা প্রধান দেখা করেছেন এমন দাবি করা হয়েছে আফগানিস্তানের বিভিন্ন সংবাদমাধ্যমের পক্ষ থেকে।
তবে আফগানিস্তানে অবস্থিত পাকিস্তানের দূতাবাস বিষয়টি অস্বীকার করেছে। পাকিস্তান দূতাবাসের পক্ষ থেকে বলা হয়েছে এটি মিথ্যা খবর এবং পাকিস্তানের কোনো কর্মকর্তা জিহাদী নেতাদের সঙ্গে বৈঠক করেননি।
গুজব ছড়ায় পাকিস্তানের গোয়েন্দা সংস্থার (আইএসআই) প্রধান লেফটেন্যান্ট জেনারেল নাদিম আঞ্জুম বেশ কয়েকজন জিহাদী নেতাদের সঙ্গে দেখা করেছেন।
আফগানিস্তানে একটি বৃহৎ সরকার গঠনের জন্যই না কি পাকিস্তানের গোয়েন্দা প্রধান এ বৈঠক করেছেন।
এদিকে এমন একটি খবর চারদিকে ছড়াল যখন ইসলামিক আমিরাত অব আফগানিস্তান ও তালেবানের বড় নেতারা বিদেশে থাকা সকল রাজনীতিবিদদের দেশে ফিরে আসার জন্য ও আফগানিস্তানে থাকার জন্য আহ্বান জানিয়েছে।
সূত্র: দ্য খামা প্রেস