জম্মু-কাশ্মীরে প্রথম পদ্মশ্রী পুরস্কার

ফানাম নিউজ
  ১৩ ফেব্রুয়ারি ২০২২, ১০:৩৫
আপডেট  : ১৩ ফেব্রুয়ারি ২০২২, ১০:৩৮

ভারতের ইতিহাসে এই প্রথম সম্মানজনক পদ্মশ্রী পুরস্কার পেয়েছে জম্মু-কাশ্মীর। ইন্ডিয়ান পেনকাক সিলাট ফেডারেশন (আইপিএসএফ) এবং জম্মু ও কাশ্মীরের পেনকাক সিলাট অ্যাসোসিয়েশন (পিএসএজেকে) সম্প্রতি ক্রীড়া বিভাগে মার্শাল আর্ট গুরু ও আন্তর্জাতিক কোচ ফয়সাল আলী দারকে এই পুরস্কারে ভূষিত করেছে।

পিএসএজেকে-এর একজন কর্মকর্তা বলেন, ‘ফয়সাল আলী উপত্যকার বিভিন্ন স্থানে পেনকাক সিলাট মার্শাল আর্টের প্রশিক্ষণ ও প্রচারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করায় তাকে এ সম্মান জানানো হয়।’

এর আগে চলতি বছর প্রজাতন্ত্র দিবসের ঠিক আগে দারকে একজন আন্তর্জাতিক মার্শাল আর্টিস্ট হিসাবে খেলাধুলা এবং শিল্পের ক্ষেত্রে তার বিশিষ্ট পরিষেবার জন্য পদ্মশ্রী দেওয়া হয়েছিল।

প্রেসিডেন্ট রামনাথ কোবিন্দ ১২৮টি পদ্ম পুরস্কার প্রদানের অনুমোদন দিয়েছেন।

এগুলোর মধ্যে চারটি পদ্মবিভূষণ, ১৭টি পদ্মভূষণ এবং ১০৭টি পদ্মশ্রী পুরস্কার রয়েছে। পদ্ম পুরস্কারের ১২৮ জন প্রাপকের মধ্যে জম্মু-কাশ্মীর দুটি পদ্মশ্রী এবং একটি পদ্মভূষণ পুরস্কার পেয়েছে।