শিরোনাম
ভারতের রাজ্য পুলিশ তৃণমূলের ক্যাডারের মতো বলে মন্তব্য করেছেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ।
তিনি বলেন, ‘মানুষ যাতে শান্তিপূর্ণভাবে ভোট দিতে পারে সেজন্যই কেন্দ্রীয় বাহিনী চেয়েছিল বিজেপি। কিন্তু সকাল থেকে আমাদের প্রার্থী ভুয়ো ভোটার ধরছেন, সাংবাদিকরাও তাড়া করে করে ভুয়ো ভোটার ধরছেন। পুলিশকে দেখতে পাওয়া যাচ্ছে না। এজন্যই আমরা বলেছিলাম পুলিশ থাকলে ভোট হবে না। পুলিশও তৃণমূলের ক্যাডার। গন্ডগোল, মারপিট, আমাদের কর্মীদের ভয় দেখানো, আটকানো সব চলছে। এটা শান্তিপূর্ণ ভোট নয়’।
চার পুরনিগমের নির্বাচনে ভোটগ্রহণের শেষ পর্বে শনিবার খড়গপুরের হিজলি স্টেশনে সাংবাদিকদের কাছে এই মন্তব্য করেন।
পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপির সাবেক সভাপতি দিলীপ ঘোষ বলেন, ‘পশ্চিমবঙ্গে সব সময়ই কেন্দ্রীয় বাহিনীর দাবি উঠবে। কারণ এখানে পুলিশের ওপর ভরসা নেই। পুলিশের সামনে সমস্ত উলটো পালটা হচ্ছে, লুঠপাট হচ্ছে। পুলিশ লাঠি চালিয়ে প্রার্থীদের তাড়িয়ে দিচ্ছে। এটাই হওয়ার কথা ছিল। বিধাননগর ও আসানসোলে সব থেকে বেশি সহিংসতা হয়েছে। কিন্তু জেলায় এভাবে কাউকে লুঠ করতে আমরা দেব না’।