শিরোনাম
তুরস্কে বিদেশি পর্যটকদের ঢল নেমেছে। বিশেষ করে নতুন বছরের প্রথম ৪০ দিনে ইস্তান্বুল ও আনাতলিয়ায় পর্যটকদের ঢল নেমেছে।
বিদেশি পর্যটকদের এ স্রোতের কারণে সামরিক শক্তির দিক থেকে মুসলিম বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশ তুরস্ক অর্থনৈতিকভাবেও লাভবান হচ্ছে। খবর হুররিয়াত ডেইলি নিউজের।
সংস্কৃতি ও পর্যটন মন্ত্রী মেহমেত নূরী এরসয়ের বরাত দিয়ে খবরে বলা হয়, এ বছর পর্যটন খাত থেকে ৩৫ বিলিয়ন ডলার রাজস্ব আয় করার পরিকল্পনা করেছে তুরস্ক।
পর্যটন মন্ত্রী বলেন, পর্যটন খাতে আমাদের অগ্রগতি তুলনা করে দেখা গেছে বিগত বছর আমাদের পর্যটক বেড়েছে। এ বছর আমরা ৩৫ বিলিয়ন মার্কিন ডলার রাজস্ব আহরণ করতে পারব।
২০২০ সালের তুলনায় গত বছর আমাদের পর্যটক ৮৮ শতাংশ বেড়েছে। ৩০ মিলিয়নেরও বেশি বিদেশি পর্যটক গত বছর তুরস্ক ভ্রমণ করেছেন। এতে তুরস্কের রাজস্ব আয় হয়েছে ২৪.৫ বিলিয়ন ডলার।
এর আগে ২০১৯ সালে তুরস্কে রেকর্ডসংখ্যক পর্যটক ভ্রমণ করেন। ওই বছর ৪৫ মিলিয়ন মানুষ মুসলিম বিশ্বের প্রভাবশালী এ দেশটিতে ভ্রমণ করেন।