শিরোনাম
সৌদি আরবের দক্ষিণাঞ্চলে ইয়েমেন সীমান্তের কাছে একটি বিমানবন্দরে দেশটির বিমান প্রতিরক্ষা বাহিনীর বাধায় একটি ড্রোন বিস্ফোরিত হলে অন্তত ১২ জন আহত হয়েছেন। ইয়েমেনে ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে লড়াইরত সৌদি নেতৃত্বাধীন জোট এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।
দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাত দিয়ে এ তথ্য জানায় আলজাজিরা।
জোটের পৃথক দুটি বিবৃতিতে বলা হয়েছে, আহতদের মধ্যে দুইজন সৌদি নাগরিক। এছাড়া বাকিদের মধ্যে বাংলাদেশ, নেপাল, ভারত, ফিলিপাইন ও শ্রীলঙ্কার নাগরিক রয়েছেন।
এখবারিয়া নিউজ চ্যানেল জানায়, এদিন আবহা আন্তর্জাতিক বিমানবন্দরের কাছাকাছি ড্রোনটির ধ্বংসাবশেষ পড়লে বিভিন্ন দেশের পর্যটক ও শ্রমিক আহত হয়। তবে স্ট্যান্ডার্ড নিরাপত্তা প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর বিমান চলাচল স্বাভাবিক হয়েছে।
তাৎক্ষণিকভাবে কোনও গোষ্ঠী দায় স্বীকার করেনি।
আবহা বিমানবন্দর প্রায়ই হুথিদের ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হয়। বেশিরভাগ হামলাই ঠেকানো হয়েছে, কিন্তু কয়েক বছরে বহু মানুষ নিহত ও আহত হয়েছে।
সূত্র: আলজাজিরা, রয়টার্স