শিরোনাম
লিবিয়ার প্রধানমন্ত্রী আবদুল হামিদ আল-দিবেইবাহকে হত্যাচেষ্টা করা হয়েছে। আজ ভোর রাতে তার ওপরে বন্দুক হামলা চালায় দুর্বৃত্তরা। বন্দুক হামলার পর হামলাকারীরা পালিয়ে যায়।
যদিও এ ঘটনার পর লিবীয় প্রধানমন্ত্রী অক্ষত রয়েছেন। অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন তিনি। প্রধানমন্ত্রী আবদুল হামিদের ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে এ তথ্য নিশ্চিত করেছে একাধিক আন্তর্জাতিক গণমাধ্যম।
সূত্রের খবর, আজ ভোর রাতে নিজের বাসভবনে ফেরার সময় প্রধানমন্ত্রী আবদুল হামিদ আল-দিবেইবাহের গাড়িবহরে বন্দুক হামলা চালায় দুর্বৃত্তরা। এটিকে স্পষ্টতই পরিকল্পিত একটি হত্যাচেষ্টা বলে উল্লেখ করেছে সূত্রটি। ইতোমধ্যে এ বিষয়ে তদন্ত শুরু হয়েছে।
জানা গেছে, এই হামলার ঘটনার কোনো ছবি বা ভিডিও ফুটেজ এখনো পাওয়া যায়নি। এমনকি হামলার পরবর্তী অবস্থারও কোনো ছবি বা ফুটেজ হাতে আসেনি। এছাড়া প্রধানমন্ত্রী আবদুল হামিদ আল-দিবেইবাহকে হত্যাচেষ্টার প্রত্যক্ষদর্শী কোনো ব্যক্তির সঙ্গেও কথা বলা সম্ভব হয়নি।