যৌন নিপীড়ন: চুপ থাকার জন্য মৃতদেহ দেখিয়ে ভয় দেখানো হয়েছিল!

ফানাম নিউজ
  ১০ ফেব্রুয়ারি ২০২২, ১০:১৯

ছোট ছেলেটির ওপর চার বছর ধরে চলছিল যৌন নিপীড়ন। এ নিয়ে কাউকে কোনো কথা ফাঁস না করার জন্য হাসপাতালের মর্গে নিয়ে গিয়ে মৃতদেহ দেখিয়ে ভয় দেখানো হয়েছিল তাকে। নিউজিল্যান্ডের ক্যাথলিক চার্চের নিয়ন্ত্রণাধীন প্রতিষ্ঠানে এই ঘটনা ঘটে বলে বুধবার বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে জানিয়েছে। 

ক্যাথলিক চার্চের নিয়ন্ত্রণাধীন প্রতিষ্ঠানে শিশুদের ওপর যৌন নিপীড়নের ঘটনায় শুনানি চলাকালে একজন এই লোমহর্ষক অভিজ্ঞতার কথা বর্ণনা করেছেন। 

প্রশান্ত মহাসাগরীয় দেশটিতে ধর্মীয় বিশ্বাসভিত্তিক প্রতিষ্ঠানে নিপীড়ন নিয়ে শুরু হওয়া তদন্তের অংশ হিসেবে রয়্যাল কমিশন অফ ইনকোয়ারি এই শুনানি করে। 

নিউজিল্যান্ডের মেরিল্যান্ডস স্কুলের সাবেক শিক্ষার্থী ওই ঘটনার ভুক্তভোগী ডোনাল্ড কু জানান চার বছর ধরে ব্রাদার বার্নার্ড ম্যাকগ্রা তার ওপর যৌন নিপীড়ন চালিয়েছেন। 

ডোনাল্ড জানান, যৌন নিপীড়নের ব্যাপারে অভ্যস্ত হয়ে উঠছিলেন তিনি। কিন্তু বিষয়টি চেপে রাখার জন্য ব্রাদার বার্নার্ড ম্যাকগ্রা তাকে স্থানীয় একটি হাসপাতালের মর্গে নিয়ে গিয়ে মৃতদেহ দেখিয়ে তাকে চুপ করিয়ে দেন। 

এ ব্যাপারে মেরিল্যান্ডস এতিমখানা এবং ট্রাস্টে নিপীড়নের কথা উল্লেখ করে চার্চের বিশপ এবং নেতাদের প্রতিনিধিত্বকারী আইনজীবী স্যালি ম্যাককেনি রয়্যাল কমিশনকে বলেন, চার্চের ইতিহাসের এই অন্ধকার অধ্যায়ের জন্য চার্চ ভীষণ লজ্জিত। 

ক্যাথলিক চার্চও এক বিবৃতিতে স্বীকার করেছে যে ম্যাকগ্রা শিশুদের ওপর নিপীড়ন চালানো অস্ট্রেলিয়ার সবচেয়ে ভয়ংকর যৌন অপরাধীদের একজন। বর্তমানে তিনি অস্ট্রেলিয়ায় ১২টি ছেলের বিরুদ্ধে ৬৪টি অপরাধে দোষী সাব্যস্ত হওয়ার পর ৩৩ বছরের কারাদণ্ড ভোগ করছেন।

মেরিল্যান্ডসের ৪১ জন ধর্মযাজকের মধ্যে ২১ জনের বিরুদ্ধেই নিপীড়ন চালানোর অভিযোগ আছে।