শিরোনাম
আরব আমিরাতে অবস্থিত যুক্তরাষ্ট্রের দূতাবাস সতর্কতা জারি করে জানিয়েছে, আবুধাবিতে নতুন করে ড্রোন অথবা মিসাইল হামলা হতে পারে।
বুধবার বিবৃতিতে তারা জানিয়েছে, আবুধাবিতে এ হামলা চালাতে পারে ইরান সমর্থিত হুথি বিদ্রোহীরা।
হামলার বিষয়ে সতর্কতা জারি করে যুক্তরাষ্ট্রের নাগরিকদের সতর্ক থাকতে নির্দেশনা দেওয়া হয় দূতাবাসের পক্ষ থেকে।
বুধবার আরব আমিরাতের সংবাদ সংস্থা জানায়, আবুধাবির হামাদানে বিষ্ফোরণের কারণে ছড়িয়ে পড়া আগুন নিয়ন্ত্রণে আনে বেসামরিক বাহিনীর সদস্যরা। পরবর্তীতে জানা যায় আগুনের সূত্রপাত হয়েছিল গ্যাস সিলিন্ডার বিষ্ফোরণ হয়ে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
মধ্যরাতে হওয়া এ বিষ্ফোরণকে হুথিদের হামলা মনে করেন অনেকে। এরপরই যুক্তরাষ্ট্র সতর্কতা সতর্কতা জারি করে।
কিন্তু পরবর্তীতে আবুধাবির সরকারের পক্ষ থেকে জানানো হয় তীব্র শব্দ হয়েছিল গ্যাস সিলিন্ডার বিষ্ফোরণ হয়ে।
সূত্র: রয়টার্স