শিরোনাম
ফেসবুক লাইভে মাথায় গুলি করে চিত্রনায়ক রিয়াজের শ্বশুর মো. আবু মহসিন খানের আত্মহত্যার ঘটনায়র রেশ কাটতে না কাটতেই ঘটেছে আরেকটি হৃদয়বিদারক ঘটনা। ফেসবুক লাইভে এসে একত্রে বিষপান করেছেন স্বামী-স্ত্রী। এই ঘটনায় স্বামী প্রাণে বেঁচে গেলেও মৃত্যু হয় স্ত্রীর।
ভারতের উত্তর প্রদেশের বাঘপাতে এই ঘটনা ঘটে বলে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি বুধবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
পেশায় জুতা ব্যবসায়ী রাজিব টোমার ব্যবসায় ক্ষতির সম্মুখীন হয়ে ফেসবুক লাইভে আত্মহত্যার চেষ্টা করেন।
ওই সময়কার হাড়হিম করা ভিডিওতে দেখা গেছে, ৪০ বছর বয়সী রাজিব অশ্রুসজল চোখে পাতা থেকে ওষুধ খুলে গিলে ফেলছেন। এ সময় তার স্ত্রী এসে তাকে থামানোর চেষ্টা করেন। এমনকি স্বামীর মুখ থেকে ওষুধগুলো বের করারও চেষ্টা করেন ৩৮ বছর বয়সী পুনম। কিন্তু ব্যর্থ হয়ে নিজেও বিষপান করেন।
যারা ওই লাইভ সম্প্রচার দেখছিলেন তারা পুলিশে খবর দেন। পুলিশ এসে ওই দম্পতিতে হাসপাতালে নেওয়ার পর পুনমের মৃত্যু হয়। রাজিবের অবস্থাও আশঙ্কাজনক।
এই ঘটনার মাত্র একদিন আগে ১৫ ও ১১ বছর বসয়ী দুই ছেলের ছবি ফেসবুকে পোস্ট করেছিলেন রাজিব।
এ ব্যাপারে রাজিবের এক আত্মীয় বলেন, তিনি খুব হাসিখুশি মানুষ ছিলেন। এখন মনে হচ্ছে তিনি বিষণ্নতায় ভুগছিলেন। কিন্তু তিনি আমাদের কখনো বলেননি যে তিনি কোনো সমস্যায় আছেন। বরং অন্য মানুষের সমস্যায় সব সময় এগিয়ে আসতেন তিনি।