শিরোনাম
নিজেদের তৈরি নতুন একটি ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র জনসম্মুখে প্রকাশ করেছে ইরান। দেশটির গণমাধ্যম তাসনিম নিউজ জানিয়েছে, ১ হাজার ৪০০ কিলোমিটার দূরে অবস্থিত লক্ষ্যবস্তুতে নির্ভুলভাবে আঘাত হানতে পারবে খেইবারশিকান নামের এ ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্রটি ।
এটির বিশেষত্ব হলো বর্তমান সময়ে ১ হাজার ৪০০ কিলোমিটার বা এর কম দূরত্বের যে ক্ষেপণাস্ত্রগুলো আছে তার চেয়ে এটি পাঁচগুণ কম সময়ের মধ্যে ছোড়া যাবে।
তাছাড়া এই গোত্রের ক্ষেপণাস্ত্রের চেয়ে খেইবারশিকানের ওজন তিন ভাগের একভাগ। এমনকি প্রতিরক্ষা ব্যাবস্থাকে ভেদও করতে সক্ষম খেইবারশিকান ক্ষেপণাস্ত্রটি।
বুধবার ইরানের রেভল্যুশনারি গার্ডের ক্ষেপণাস্ত্র ঘাঁটিতে খেইবারশিকান নামের এ ক্ষেপণাস্ত্রটি প্রদর্শন করা হয়।
এদিকে ইরান এমন সময় নিজেদের নতুন ক্ষেপণাস্ত্রটি সামনে আনল যখন তাদের সঙ্গে যুক্তরাষ্ট্রের নতুন করে পারমাণবিক চুক্তি নিয়ে আলোচনা চলছে।
যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বলা হচ্ছে দুই দেশ নতুন চুক্তিতে পৌছে গেছে। তবে ইরান দাবি করেছে, যুক্তরাষ্ট্র তাদের প্রধান দাবি অর্থনৈতিক নিষেধাজ্ঞা তুলে নেয়নি। ফলে আলোচনা খুব বেশি দূর আগায়নি।
সূত্র: দ্য নিউ আরব