শিরোনাম
তুরস্কের প্রেসিডেন্ট রিস্যেপ তাইয়েপ এরদোগানের পাঠানো বিশেষ ট্রেন আফগানিস্তানে এসে পৌঁছেছে। স্থানীয় সময় সোমবার সকালে আফগানিস্তানের হেরাথ প্রদেশে এসে পৌঁছায় ট্রেনটি। ‘দয়ার ট্রেন’ নাম নিয়ে ২৭ জানুয়ারি ৪৬টি বগি নিয়ে ট্রেনটি তুরস্কের আঙ্কারা থেকে রওনা দেয়।
এ ট্রেনটি কাপড়, খাবার, শীতবস্ত্র ও অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্রসহ মোট ৭৪৮ টন পণ্য সামগ্রী নিয়ে আফগানিস্তানে পৌঁছায়।
আফগানিস্তানে পৌঁছাতে ট্রেনটির সময় লাগল ১২দিন। যদিও প্রথমে ধারণা করা হয়েছিল ১৫ দিনের বেশি সময় লাগতে পারে।
ট্রেনটি তুরস্কের আঙ্কারা থেকে যাত্রা শুরু করে ইরান ও তুর্কমেনিস্তান হয়ে এরপর আফগানিস্তানে পৌঁছায়।
এদিকে হেরাথে ট্রেনটিকে স্বাগত জানান ইসলামিক আমিরাত আফগানিস্তানের মুখপাত্র বিলাল করিমি। তিনি সহায়তা পাঠানোর জন্য তুরস্কের প্রেসিডেন্ট ও সাধারণ মানুষকে ধন্যবাদ জানান।
সূত্র: ডেইলি সাবাহ