সিরিয়ায় সেনা পাঠানোর খবর অস্বীকার বেলারুশের

ফানাম নিউজ
  ০৯ ফেব্রুয়ারি ২০২২, ১৪:৪৩

রুশ বাহিনীর সাথে কাজ করার জন্য ২০০ বেলারুশিয়ান সেনাকে সিরিয়ায় পাঠানোর খবর অস্বীকার করেছে বেলারুশ। সম্প্রতি এক অনুষ্ঠানে এ ধরনের খবরকে ‘ভুয়া’ বলে দাবি করেছেন দেশটির প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে তুরস্কভিত্তিক সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি।

বেলারুশিয়ান নিরাপত্তা পরিষদের বৈঠকে দেওয়া ভাষণে লুকাশেঙ্কো বলেন, বর্তমান আইন অনুযায়ী, রাষ্ট্রপতির সিদ্ধান্ত ছাড়া এটি (বিদেশে সেনা পাঠানো) সম্ভব নয়। আমি সেখানে (সিরিয়া) কাউকে পাঠাইনি।

তিনি বলেন, দামেস্ক প্রশাসন অনেক আগেই চিকিৎসা সহায়তার অনুরোধ জানিয়েছিল। কিন্তু বিদ্যমান মহামারি পরিস্থিতির কারণে এই মুহূর্তে সেটি সম্ভব নয়।

উল্লেখ্য, রাশিয়ার প্রধানমন্ত্রী মিখাইল মিশুস্টিন সোমবার দেশটির প্রতিরক্ষা ও পররাষ্ট্র মন্ত্রণালয়কে সিরিয়ায় মানবিক সহায়তা প্রদানের বিষয়ে বেলারুশের সঙ্গে আলোচনা এবং একটি চুক্তি স্বাক্ষরের নির্দেশ দেন। রাশিয়ান সরকারের ওয়েবসাইটে প্রকাশিত খসড়া চুক্তিতে বিশেষভাবে যুদ্ধ অঞ্চলের বাইরে মানবিক উদ্দেশ্যে সিরিয়ায় ২০০ জন বেলারুশিয়ান সেনা পাঠানোর কথা বলা হয়েছে।