হারবিনে বিশ্বের সবচেয়ে বড় তুষার উৎসব

ফানাম নিউজ
  ০৯ ফেব্রুয়ারি ২০২২, ১২:৩৯

চীনের হারবিনে প্রতি বছর জানুয়ারি থেকে ফেব্রুয়ারির সময় পর্যন্ত তুষার উৎসবের আয়োজন করা হয়। এসময় বরফ ও তুষারপাত থেকে বানানো হয় বিভিন্ন আকৃতি, নকশা ও দালান। নকশা বানানো ছাড়াও বরফে স্কেটিংসহ বরফাকৃত সাংহুয়া নদীতে সাঁতারের আয়োজন করা হয়। বরফ দিয়ে বানানো বিল্ডিংগুলোতে লাগানো হয় নানান রঙের বাতি। বরফকে ঘিরে এটিই পৃথিবীর সবচেয়ে বড় উৎসব। 

১৯৮৫ সাল থেকে বৃহৎভাবে প্রতি বছর উৎসবটি আয়োজন করে আসছে চীন। চীনের উত্তরাঞ্চলের হেইলংজিয়াং প্রদেশে প্রতি বছর হাড় কাঁপানো শীত আর শুভ্র তুষারের মধ্যে আয়োজন করা হয় বড় তুষার উৎসবের। দেশটির হারবিন ইন্টারন্যাশনাল আইস অ্যান্ড স্নো স্কাল্পচার ফেস্টিভ্যাল বিশ্বের পর্যটকদের জন্য এক আকর্ষণীয় জায়গা হয়ে উঠেছে। সেখানে প্রদর্শিত হয় বরফ ও তুষারের তৈরি বিভিন্ন ভাস্কর্য।

মাসব্যাপী চলা উৎসবের আকষর্ণীয় কিছু ভাস্কর্য অনেক সময় উদ্বোধনী অনুষ্ঠানের আগেই পর্যটকদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। এর আগে বরফ তুষার উৎসবে ১ লাখ ১০ হাজার ঘনমিটার বরফ এবং ১ লাখ ২০ হাজার ঘনমিটার তুষার ব্যবহার করা হয়েছে।

একটি বুদ্ধমূর্তি তৈরি করা হয়েছিল ৪ হাজার ৫০০ বর্গঘনমিটার তুষারের সাহায্যে। পর্যটকদের উৎসবটিতে প্রবেশ করতে ব্যয় হয় ৪৮ ডলার। নানান সব আয়োজনের সাথে থাকে তুষার দিয়ে গড়া পৌরাণিক সব চরিত্র ও বিভিন্ন প্রাসাদ।

সূত্র: ডেইলি নিউজ ইজিপ্ট