কলম্বিয়ায় ভূমিধসে ১৪ জনের প্রাণহানি

ফানাম নিউজ
  ০৯ ফেব্রুয়ারি ২০২২, ১২:৩৭

ভারী বৃষ্টিপাতের কারণে সৃষ্ট ভূমিধসে কলম্বিয়ার পশ্চিমাঞ্চলে কমপক্ষে ১৪ নিহত হয়েছেন। এ ঘটনায়  গুরুতর আহত হয়েছেন আরও কমপক্ষে ৩৫ জন । মঙ্গলবার দেশটির ডস্কেব্রাদাস এলাকায়  এই ঘটনা ঘটে।

জানা গেছে, আবাসিক এলাকায় হওয়া ভূমিধসে এখনও নিখোঁজ একজন। কাদামাটির নীচে আরও কেউ চাপা রয়েছে কিনা- সেটি অনুসন্ধানে চলছে উদ্ধার অভিযান। হাসপাতালে চিকিৎসাধীন কয়েকজনের অবস্থাও সংকটাপন্ন। তাই প্রাণহানি বৃদ্ধির আশঙ্কা করা হচ্ছে। আরও ভূমিধসের সম্ভাবনা থাকায় পাহাড়ি অঞ্চলটি থেকে নিরাপদ আশ্রয়ে সরানো হয়েছে বাসিন্দাদের।

দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি ইউএনজিআরডি’র পরিচালক জাদার গাভিরিয়া জানিয়েছেন, মৃতদের মধ্যে কয়েকজন ভেনিজুয়েলার নাগরিক রয়েছে। উদ্ধারকর্মীরা সেখান থেকে কাদামাটি সরিয়ে ফেলার চেষ্টা চালাচ্ছে।

এরই মধ্যে ক্ষতিগ্রস্ত হয়েছে ৬০টি ঘরবাড়ি ও স্থাপনা। নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ইভান দুক। 

সূত্র: রয়টার্স, এএফপি