পুতিন আর উত্তেজনা বাড়াবেন না: ম্যাক্রোঁ

ফানাম নিউজ
  ০৮ ফেব্রুয়ারি ২০২২, ২৩:০৫

ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ বলেছেন, ইউক্রেন ঘিরে রাশিয়া উত্তেজনা বৃদ্ধি করবে না প্রেসিডেন্ট পুতিনকে এ বিষয়ে তিনি রাজি করাতে পেরেছেন। 

যুক্তরাষ্ট্রসহ পশ্চিমারা যখন ইউক্রেনে রাশিয়ার আক্রমণ নিয়ে উদ্বিগ এমন মুহূর্তে ফরাসি প্রেসিডেন্ট এই মন্তব্য করলেন। সোমবার বিকালে ম্যাক্রোঁ রাশিয়া সফরে করেন। সন্ধ্যা পর্যন্ত তিনি পুতিনের সঙ্গে বৈঠক করেন। মস্কো থেকে ফরাসি প্রেসিডেন্ট ইউক্রেনে গিয়েছেন। 

সোমবার পুতিনের সঙ্গে ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রোঁ পাঁচঘণ্টা বৈঠক করেন। ওই বৈঠক নিয়ে মঙ্গলবার তিনি বলেন, পুতিনকে আমি শক্তিশালী নিরাপত্তার নিশ্চয়তা দিয়েছি। তার সঙ্গে আলোচনা করে বুঝেছি ইউক্রেন নিয়ে উত্তেজনার অবনতি কিংবা বৃদ্ধি কোনোটাই হবে না। 

কিয়েভে পৌঁছানোর পর ম্যক্রোঁ বলেন, আমার লক্ষ্য ছিল খেলা (গেম) ঠাণ্ডা করা, উত্তেজনা হ্রাস করা এবং নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করা । তার সফরের উদ্দেশ্য পূরণ হয়েছে বলেও মন্তব্য করেন তিনি। 

তবে রুশ প্রেসিডেন্ট পুতিন বলছেন ভিন্ন কথা। তিনি বলেছেন, ইউক্রেনের সীমান্তবর্তী এলাকায় নতুন করে সামরিক পদক্ষেপ নেওয়া হবে না—  এমন কোনো প্রতিশ্রুতি তিনি দেননি। যদিও তিনি স্বীকার করেছেন ম্যাক্রোঁর দেওয়া কয়েকটি প্রস্তাব পরবর্তী করণীয় নির্ধারণে কাজে লাগবে।

ফ্রান্সের প্রেসিডেন্টের দফতর থেকে জানানো হয়েছে, ম্যাক্রোঁ উভয় পক্ষকে নতুন করে কোনো সামরিক পদক্ষেপ গ্রহণ না করার প্রস্তাব দিয়েছেন। রাশিয়া চলতি মাসে যৌথ সামরিক মহড়া শেষে বেলারুশ থেকে ৩০ হাজার সেনা প্রত্যাহারের চুক্তি করবে বলে আশা করা হচ্ছে।