শিরোনাম
ইউক্রেন সংকট নিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে দীর্ঘ পাঁচ ঘণ্টা বৈঠক করেছে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরন। সোমবার রাশিয়ার রাজধানীর মস্কোয় এই বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠক শেষে ফরাসি প্রেসিডেন্ট বলেছেন, ইউক্রেন ইস্যুতে উত্তেজনা কমানোর ক্ষেত্রে আগামী দিনগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ।
ভ্লাদিমির পুতিনও আলোচনায় সংকট নিরসনে অগ্রগতির ইঙ্গিত দিয়েছেন।
ইউক্রেন নিয়ে যখন আমেরিকাসহ তার পশ্চিমা মিত্রদের সঙ্গে রাশিয়ার টানটান উত্তেজনা বিরাজ করছে তখন পুতিন ও ম্যাক্রন মস্কোতে বৈঠক করলেন।
প্রেসিডেন্ট ম্যাকরন বলেন, “আগামী দিনগুলো হবে চূড়ান্ত এবং বিস্তারিত আলোচনা প্রয়োজন যা আমরা একসঙ্গে চেষ্টা করছি।”
অন্যদিকে রুশ প্রেসিডেন্ট বলেন, বৈঠকে প্রেসিডেন্ট ম্যাক্রন এমন কিছু প্রস্তাব দিয়েছেন যা যৌথ পদক্ষেপের ভিত্তি হতে পারে। তবে এগুলো এখনও খুবই প্রাথমিক পর্যায়ে রয়েছে যা নিয়ে কথা বলার সময় হয়নি।
প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে বৈঠক শেষে ফরাসি প্রেসিডেন্ট ইউক্রেন সফরে যাবেন। ইউক্রেনের নেতাদের সঙ্গে আলোচনা শেষে তিনি আবার পুতিনের সঙ্গে বৈঠকে বসবেন।
ইউক্রেনে সামরিক অভিযান চালানোর জন্য রাশিয়া সর্বাত্মক প্রস্তুতি নিয়েছে বলে অভিযোগ করছে মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো সামরিক জোট।
অন্যদিকে, রাশিয়া বলছে ইউক্রেনে সামরিক অভিযান চালানোর পরিকল্পনা তাদের নেই। ইউক্রেনের প্রেসিডেন্টও সম্প্রতি ভীতিকর পরিবেশ সৃষ্টি না করার জন্য আমেরিকার প্রতি আহ্বান জানিয়েছেন।
এরপরও রবিবার মার্কিন কর্মকর্তারা বলেছেন, ইউক্রেনে সামরিক অভিযান চালানোর জন্য যে পরিমাণ সেনা ও সামরিক সরঞ্জামাদি প্রয়োজন তার শতকরা ৭০ ভাগ ইউক্রেন সীমান্তে মোতায়েন করেছে রাশিয়া। এছাড়া, আমেরিকা ও ব্রিটেন রাশিয়ার ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপের হুমকি দিয়েছে।
সূত্র: বিবিসি