শিরোনাম
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের দ্রুত আরোগ্য কামনা করেছেন ইসরাইলের প্রেসিডেন্ট ইসাক হারজগ। গতকাল রোববার তিনি এরদোগানকে ফোন করে তার এবং তুরস্কের ফার্স্টলেডি এমিনে এরদোগানের করোনা থেকে দ্রুত আরোগ্য কামনা করেন। খবর ডেইলি সারাহর।
সম্প্রতি ইউক্রেন সফর থেকে ফেরার পর এরদোগানের করোনা ধরা পড়ে। পরে নমুনা পরীক্ষা করে তার স্ত্রী এবং দেশটির ফার্স্টলেডি এমিনে এরদোগানেরও করোনা ধরা পড়ে।
ফোন করে স্বাস্থ্যের খোঁজখবর নেওয়ার জন্য ইসরাইলের প্রেসিডেন্টকে ধন্যবাদ জানান এরদোগান।
এ সময় খুব শিগগির তারা বৈঠকে বসবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তুরস্কের প্রেসিডেন্ট।
আরোগ্য কামনা করে এরদোগানকে ফোন করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ইরাকের প্রধানমন্ত্রী মুস্তফা আল-কাদমি।
এদিকে রোববার এক বিবৃতিতে এরদোগান জানান, করোনায় আক্রান্ত হলেও তিনি এবং তার স্ত্রী এখন ভালোই আছেন।
তারা ইস্তানবুলে তাদের বাসভবনের আইসোলেশনে আছেন, সেখান থেকেই তিনি রাষ্ট্রীয় জরুরি কাজকর্ম করছেন।
উল্লেখ্য, জানুয়ারিতেই এরদোগান ঘোষণা দিয়েছিলেন, ফেব্রুয়ারিতে তুরস্ক সফরে আসছেন ইসরাইলের প্রেসিডেন্ট ইসাক হারজগ।
২০১০ সালে গাজায় পাঠানো তুর্কি ত্রাণবাহী জাহাজে ইসরাইলের হামলায় ১০ স্বেচ্ছাসেবী নিহত হওয়ার পর থেকে দুই দেশর সম্পর্ক অবনতি হয়। তুরস্কের সঙ্গে নতুন করে সম্পর্ক ঝালিয়ে নিতে চাচ্ছে ইসরাইল।