শিরোনাম
কিংবদন্তি শিল্পী লতা মঙ্গেশকরের মৃত্যু ভারতের সংস্কৃতি জগতে অপূরণীয় শূন্যতা তৈরি হয়েছে জানিয়ে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই শূন্যতা পূরণ হওয়ার নয় বলেও মন্তব্য করেন। এদিকে তার মৃত্যুতে ভারতে দুই দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার।
টুইটে মোদি লেখেন, অনুভূতি বলে বোঝাতে পারবো না। লতা দিদি আমাদের ছেড়ে চলে গেলেন। তিনি আমাদের দেশে শূন্যতা রেখে গেলেন, যা পূরণ হওয়ার মতো নয়। আগামী প্রজন্ম তাকে ভারতীয় সংস্কৃতির একজন অকুতোভয় হিসেবে মনে রাখবেন। তার সুরেলা কণ্ঠ মানুষকে মুগ্ধ করার মতো অতুলনীয় ক্ষমতা ছিল।
মোদি আরও যোগ করেন, ভারতীয় চলচ্চিত্রের বাইরে দেশের বিকাশের প্রতি তার ছিল আগ্রহ। তিনি সব সময় একটি শক্তিশালী ও উন্নত ভারত দেখতে চেয়েছেন।
রোববার মুম্বাইয়ে ৯২ বছর বয়সে চির বিদায় নেন লতা। কিংবদন্তি এই শিল্পীর মৃতুতে শোকের ছায়া নেমে এসেছে ভারতে। লতা মঙ্গেশকরের মৃত্যু সংবাদ নিশ্চিত করেন মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালের প্রধান নির্বাহী কর্মকর্তা এন সান্থানাম। তার মৃত্যুতে ভারতের রাষ্ট্রপতি, রাজনৈতিকসহ বিভিন্ন পর্যায়ের মানুষ শোক জানাচ্ছেন।
কোভিড পরবর্তী জটিলতার কারণে মৃত্যু হল লতা মঙ্গেশকরের, জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। এদিন সকাল ৮.১২ মিনিটে প্রয়াত হন লতা মঙ্গেশকর। এখন তাঁর পার্থিব দেহ শিবাজি পার্কে নিয়ে যাওয়ার আয়োজন করছে হাসপাতাল কর্তৃপক্ষ, সেখানেই শেষ শ্রদ্ধা জানানো হবে লতা মঙ্গেশকরকে।