মেক্সিকোতে সন্ত্রাসীদের সংঘর্ষে নিহত ১৬

ফানাম নিউজ
  ০৬ ফেব্রুয়ারি ২০২২, ০৮:০১

মেক্সিকোর জাকাতিকাস রাজ্যে দুই দল সন্ত্রাসীদের মধ্যে সংঘর্ষে অন্তত ১৬ জন নিহত হয়েছে। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই সহিংসতা ঘটেছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। স্থানীয় সময় গতকাল শনিবার এই ঘটনা ঘটে। খবর রয়টার্সের।

রাজ্যের প্রসিকিউটর ফ্রান্সিসকো মুরিলো বলেছেন, ফ্রেসনিলো পৌরসভার রাস্তায় কম্বলে মোড়ানো ১০টি লাশ পাওয়া গেছে। অপরদিকে পার্শ্ববর্তী প্যানফিলো নাটেরার একটি গুদামের ভেতর থেকে বাকি ৬জনের লাশ উদ্ধার করা হয়েছে।

মেক্সিকোতে সন্ত্রাসী সংগঠনগুলোর মধ্যে সংঘাতে প্রায়ই প্রাণহানি ঘটছে। গত মাসে জাকাতিকাসের রাজধানীর একটি ঐতিহাসিক কেন্দ্রে একটি গাড়ির ভেতর থেকে বেওয়ারিশ ১০ জনের লাশ উদ্ধার করা হয়। স্থানীয় সরকারি অফিসের খুব কাছের একটি স্থানে এই ঘটনা ঘটে।

গত বছর মেক্সিকোতে এই ধরনের হত্যাকাণ্ডের ঘটনা বেড়েছে। সরকারি পরিসংখ্যানে দেখা গেছে, জাকাতিকাস রাজ্যে ২০২১ সালে ১০৫০ টি হত্যাকাণ্ডের ঘটনা নথিভুক্ত করা হয়েছে। এই সংখ্যা আগের বছরের তুলনায় প্রায় ২০০ বেশি৷