শিরোনাম
বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ও ডাচ মালিকানাধীন মাছ ধরার ট্রলার এফভি মার্গিরিস দুর্ঘটনার কবলে পড়ে। এ ঘটনার পর ফ্রান্সের আটলান্টিক সাগরের উপকূলে ভেসে উঠেছে এক লাখের বেশি মরা মাছ। কিভাবে এসব মাছ মরে গেলো তা তদন্ত করার আহ্বান জানিয়েছেন দেশটির মৎস্যবিষয়ক মন্ত্রী।
ট্রলারের জাল ছিদ্র হওয়ার কারণে স্থানীয় সময় বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে, ট্রলারটির মালিক ও মাছ ধরার শিল্প গ্রুপ পিএফএ। এক বিবৃতিতে প্রতিষ্ঠানটি বলেছে, এ ধরনের ঘটনা অপ্রতুল।
পরিবেশবাদী দল দ্য সি শেপার্ড ফ্রান্স বলছে, তারা তিন হাজার বর্গমিটার এলাকাজুড়ে ছড়িয়ে থাকা মরা মাছের ভিডিও ধারণ করেছে। এটি অবৈধভাবে মাছ শিকারের কারণে ঘটেছে বলেও অভিযোগ রয়েছে। এটি নিছক দুর্ঘটনা নয় বলেও ধারণা করছে তারা।
দ্য সি শেপার্ড ফ্রান্সের প্রধান লামিয়া এসেমলালি বলেন, তারা ট্রলার ইস্যুতে ফ্রান্সের জনগণের মধ্যে সচেতনতা তৈরি করতে চান। এই ট্রলারগুলো অস্ট্রেলিয়ার জলসীমায় আগেই নিষিদ্ধ করা হয়।
ফ্রান্সের মৎস্যবিষয়ক মন্ত্রী অ্যানিক গিরারডিন এক টুইট বার্তায় বলেন, যে ছবিগুলো তিনি পেয়েছেন, সেগুলো খুবই দুঃখজনক। ঘটনাটির তদন্ত করা হচ্ছে বলেও জানান তিনি।
ইউরোপীয় ইউনিয়নের পরিবেশ, সাগর ও মৎস্যবিষয়ক কমিশনার ভারগিনিজাস সিনকেভিসিয়াস পুরো ঘটনার তদন্ত দাবি করেছেন।
সূত্র: বিবিসি, স্ট্রেইটস টাইম