ঘরে কলহ, খবর ছড়াতেই গেলো প্রধানমন্ত্রিত্ব

ফানাম নিউজ
  ০৫ ফেব্রুয়ারি ২০২২, ১৪:৫৭

পেরুর প্রধানমন্ত্রী হেক্টর ভেলার পিন্টোকে সরিয়ে দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট পেদ্রো কাসতিলো। দায়িত্ব গ্রহণের তিন দিনের মাথায় তাকে সরিয়ে দেওয়া হলো। ২০১৬ সালে পারিবারিক সহিংসতার ঘটনায় তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। এ নিয়ে দেশজুড়ে ব্যাপক ক্ষোভ ছড়িয়ে পড়ার পরই ক্ষমতা হারালেন দেশটির নতুন প্রধানমন্ত্রী।

এক বিবৃতিতে প্রেসিডেন্ট পেদ্রো কাসতিলো বলেন, আমি মন্ত্রিসভাকে পুনর্গঠন করার সিদ্ধান্ত নিয়েছি। এর মাধ্যমে প্রধানমন্ত্রী হেক্টরকে সরিয়ে দেওয়ারই ইঙ্গিত দিয়েছেন তিনি।

টেলিভিশনে জাতির উদ্দেশে দেওয়া এক ভাষণে তিনি পরিবর্তনের কথা জানান। তবে তিনি সরাসরি প্রধানমন্ত্রীর নাম উল্লেখ করেননি। বর্তমান সরকারে ভেলার পিন্টোর অবস্থানকে কেন্দ্র করে বিরোধীদের মধ্যে এমনকি মন্ত্রিসভার অনেক সদস্যই ক্ষুব্ধ ছিলেন।

যদি পেরুর প্রেসিডেন্ট দেশটির নতুন মন্ত্রিসভার ঘোষণা দেন তবে তিনি ক্ষমতা গ্রহণের পর গত ৬ মাসে এ নিয়ে চতুর্থবারের মতো নতুন মন্ত্রিসভা পাবে দেশটি।

গত বৃহস্পতিবার সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানানো হয় যে, স্ত্রী এবং বিশ্ববিদ্যালয় পড়ুয়া মেয়ে ভেলার পিন্টোর বিরুদ্ধে পারিবারির সহিংসতার অভিযোগ এনেছে। এরপরেই ৬২ বছর বয়সী ভেলার পিন্টো (৬২) প্রথমবারের মতো চাপের মধ্যে পড়েন।

এর আগে শুক্রবার প্রেসিডেন্ট তাকে সরিয়ে দেওয়ার আগেই কংগ্রেসের স্পিকার প্রধানমন্ত্রীকে পদত্যাগের আহ্বান জানান।

তিনজন মন্ত্রী তার বিরুদ্ধে চ্যালেঞ্জ করেছিলেন। পররাষ্ট্রমন্ত্রী চেসার লান্ডা এক টুইট বার্তায় লেখেন, সরকারি কর্মকর্তাদের এ ধরনের অভিযোগ থেকে মুক্ত থাকা উচিত।

এদিকে সংবাদমাধ্যমে প্রকাশ হওয়া প্রতিবেদন অস্বীকার করেছেন ভ্যালের পিন্টো। তার দাবি, তিনি এ ধরনের কোনো অপরাধ করেননি এবং পারিবারিক সহিংসতার জন্য তিনি কখনও দোষী সাব্যস্ত হননি।