ট্রাম্পকে নিয়ে মুখ খুললেন পেন্স

ফানাম নিউজ
  ০৫ ফেব্রুয়ারি ২০২২, ১৩:৫৭

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনে জো বাইডেনের জয়কে উল্টে দেওয়ার যে চেষ্টা করেছিলেন তা ভুল ছিল মনে করেন সাবেক ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স। সেই সময় নির্বাচন বাতিল করার যে অধিকারের কথা তুলেছিলেন তাও প্রত্যাখান করেছেন ট্রাম্পের এই সহযোগী।

নির্বাচনের পর ক্যাপ্টিল হিলে দাঙ্গার ঘটনা নিয়ে গঠিত তদন্ত কমিটিতে দুই রিপাবলিকান আইনজীবী অংশ নেওয়ার জন্যও তিরস্কার করেছেন পেন্স। ওই দাঙ্গায় চারজন মারা যান। পরিস্থিতি সামাল দিতে গিয়ে দুইবার স্ট্রোক করলে এক পুলিশ কর্মকর্তার মৃত্যু হয়।

নির্বাচন প্রসঙ্গে ফ্লোরিডার অরল্যান্ডোতে রবিবারের ট্রাম্পের মন্তব্যের প্রতিক্রিয়ায় পেন্স বলেন, তিনি চাইলে নির্বাচনের ফলাফল উল্টে দিতে পারতেন না। এমনকি বাইডেন নির্বাচন চুরি করেছেন বলে ট্রাম্প যে দাবি করেছেন তা সম্পূর্ণ মিথ্যা। সম্প্রতি সাবেক প্রেসিডেন্ট ট্রাম্প আবারও মন্তব্য করে, নির্বাচন তদন্ত কমিটির উচিত দাঙ্গাকারীদের পরিবর্তে পেন্সের তদন্ত করা।

এমন মন্তব্যের প্রসঙ্গে পেন্স বলেন, সাবেক প্রেসিডেন্ট ট্রাম্প ভুল বলেছেন। নির্বাচনের ফলাফল উল্টে দেওয়ার এখতিয়ার নেই। আগামী ২০২৪ নির্বাচনে বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন ও ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস যখন পরাজিত হবেন তখন তারাও এটাকে উল্টে দেওয়ার ক্ষমতা রাখে না।

সূত্র: বিবিসি