শিরোনাম
ভারতে করোনাভাইরাসের সংক্রমণে মৃত্যু পাঁচ লাখ ছাড়াল। বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, সরকারি হিসাব সূত্রে এই তথ্য জানা গেছে। তবে বিশেষজ্ঞরা ধারণা করছেন, ভারতে করোনায় মারা যাওয়া মানুষের সংখ্যা আরও অনেক বেশি।
মৃত্যুর হিসাব অনুসারে, ভারতের অবস্থান তৃতীয়। ওয়ার্ল্ডোমিটারসের তথ্য অনুসারে, মৃত্যুর দিক থেকে প্রথম অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে এ পর্যন্ত মারা গেছেন ৯ লাখ ২০ হাজারের বেশি মানুষ। এরপরের অবস্থানে রয়েছে ব্রাজিল। দেশটিতে এ পর্যন্ত মারা গেছেন ৬ লাখ ৩০ হাজার করোনা রোগী।
এরপরের অবস্থানেই ভারত। দেশটিতে গত জুলাইয়ে মৃত্যু ৪ লাখ ছাড়ায়। বিশেষজ্ঞরা বলছেন, করোনাভাইরাসের ধরন ডেলটার কারণে দেশটিতে মৃত্যু ও সংক্রমণ বেড়ে গেলে জুলাইয়ে মৃত্যু ৪ লাখ ছাড়ায়।
ভারতে এক বছরের কম সময়ের ব্যবধানে মৃত্যু এক লাখ ছাড়াল। তবে বিশেষজ্ঞরা বলছেন, এই মৃত্যু সরকারি হিসাবের তুলনায় অনেক বেশি।
ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের হালনাগাদ তথ্য অনুসারে, গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১ হাজার ৭২ জনের মৃত্যু হয়েছে কোভিডে। এতে মৃতের সংখ্যা বেড়ে পাঁচ লাখ ছাড়িয়ে যায়। পরিসংখ্যান অনুযায়ী, এ পর্যন্ত ভারতে করোনাভাইরাসে সংক্রমণের সংখ্যা বেড়ে ৪ কোটি ১৯ লাখ ছাড়িয়েছে। অতি সংক্রামক অমিক্রন ধরনের কারণে সম্প্রতি আক্রান্তের হার অনেক বেড়ে যেতে দেখা যায়।