শিরোনাম
ভারতের পাঞ্জাব রাজ্যের মুখ্যমন্ত্রী চরণজিৎ সিং চান্নির ভাতিজা ভূপেন্দ্র সিং হানিকে গ্রেপ্তার করা হয়েছে। অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে দেশটির আইন প্রয়োগকারী ও অর্থনৈতিক তদন্ত সংস্থা (ইডি) গতকাল বৃহস্পতিবার তাঁকে গ্রেপ্তার করে। এনডিটিভির প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।
গতকাল সন্ধ্যায় হানিকে নিজেদের হেফাজতে নেয় ইডি কর্তৃপক্ষ। আজ শুক্রবার তাঁকে সিবিআই আদালতে হাজির করা হবে।
ইডি কর্তৃপক্ষ বলছে, প্রিভেনশন অব মানি লন্ডারিং অ্যাক্ট (পিএমএলএ) আইনের আওতায় গতকাল রাতে হানিকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
এর আগে গত মাসে হানির বাড়িতে অভিযান চালিয়ে আট কোটি রুপি জব্দ করে ইডি। পাঞ্জাবে অবৈধভাবে বালু উত্তোলনে সংশ্লিষ্টতার অভিযোগে ওই অভিযান চালানো হয়েছিল। তখন এক বিবৃতিতে ইডি কর্তৃপক্ষ জানায়, অভিযানে ‘অবৈধভাবে’ বালু উত্তোলন ও সম্পত্তি লেনদেনের সংশ্লিষ্টতা–সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ নথি উদ্ধার করা হয়েছে। এ ছাড়া কিছু মুঠোফোন, ২১ লাখ রুপির বেশি মূল্যের সোনা এবং ১২ লাখ রুপি মূল্যের একটি রোলেক্স ঘড়ি জব্দ করা হয়েছে।
১১৭ সদস্যবিশিষ্ট পাঞ্জাব বিধানসভা নির্বাচনের মাত্র কয়েক দিন আগে হানিকে গ্রেপ্তার করা হলো। ২০ ফেব্রুয়ারি বিধানসভা নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচনের ফল ঘোষণা করা হবে আগামী ১০ মার্চ।