ভারতে সুস্থতার চেয়ে সংক্রমণের হার বেশি

ফানাম নিউজ
  ২৬ সেপ্টেম্বর ২০২১, ১১:৫৯

ভারতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দৈনিক মৃত্যুর সংখ্যা কমার পাশাপাশি নতুন শনাক্ত রোগীর সংখ্যাও কমেছে। তবে সুস্থতার হারের চেয়ে গত ২৪ ঘণ্টায় দেশটিতে বেড়েছে সংক্রমণের হার।

রোববার ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ২৮ হাজার ৩২৬ জন। এ পর্যন্ত দেশটিতে করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩ কোটি ৩৬ লাখ ৫২ হাজার ৭৪৫ জনে।

গত ২৪ ঘণ্টায় দেশটিতে মারা গেছেন ২৬০ জন। অর্থাৎ গত এক দিনে প্রাণহানির সংখ্যা কমেছে ৩০ জন। এখন পর্যন্ত মোট মারা গেছেন ৪ লাখ ৪৬ হাজার ৯১৮ জন।

২৪ ঘণ্টায় দেশটিতে সুস্থ হওয়া মানুষের তুলনায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন বেশি মানুষ। ফলে শনিবারের মতো রোববারও দেশটিতে সক্রিয় রোগীর সংখ্যা বেড়েছে। গত একদিনে ভারতে সুস্থ হয়েছেন বা হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ২৬ হাজার ৩২ জন মানুষ।

অন্যদিকে দৈনিক আক্রান্তের সংখ্যা ৩৮ হাজারের বেশি। ফলে দেশটিতে মোট সক্রিয় রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ লাখ ৩ হাজার ৪৭৬ জনে।