শিরোনাম
এত দিন অস্ত্রোপচারের সময় চিকিৎসকদের সহযোগী হিসেবে রোবট থাকার কথা শোনা গেলেও এবার জানা গেল ভিন্ন তথ্য। কোনো মানুষের সহযোগিতা ছাড়াই যুক্তরাষ্ট্রে সফল অস্ত্রোপচার করেছে একটি রোবট। এমনটাই জানিয়েছেন যুক্তরাষ্ট্রের একদল গবেষক। এ অস্ত্রোপচার করা হয়েছে শূকরের শরীরে।
দ্য গার্ডিয়ান-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, দ্য স্মার্ট টিস্যু অটোনোমাস রোবট (স্টার) নামের ওই রোবট চারটি শূকরের শরীরে ল্যাপারোস্কপি সার্জারি করে। এটি শূকরগুলোর পরিপাক নালি অস্ত্রোপচার করে সফলভাবে জোড়া লাগায়।
রোবটটি তৈরির সঙ্গে যুক্ত ছিলেন যুক্তরাষ্ট্রের জনস হপকিনস বিশ্ববিদ্যালয়ের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের সহকারী অধ্যাপক অ্যাক্সেল ক্রিগার। তিনি বলেন, প্রথমবারের মতো কোনো রোবট মানুষের সহায়তা ছাড়া সফলভাবে ওই অস্ত্রোপচার করতে সক্ষম হলো। তিনি বলেন, পরিপাক নালির এ ধরনের অস্ত্রোপচার খুবই নিখুঁতভাবে করতে হয়। কারণ, সেলাই দেওয়ার সময় অল্প কাঁপুনিতেই ভুল সেলাই বা ফুটো হওয়ার মতো অঘটন ঘটতে পারে।
গবেষক দলের সদস্যরা রোবটের এই অস্ত্রোপচারের সফলতাকে মানুষের চেয়ে ‘উল্লেখযোগ্য ভালো’ বলে মন্তব্য করেন। তবে তাঁরা মনে করছেন, এ ধরনের অস্ত্রোপচারের চূড়ান্ত সফলতা আসবে যখন মানবদেহে তা করা সম্ভব হবে।
অনেক বিশেষজ্ঞ বলছেন, রোবটদের জন্য নরম-টিস্যু সার্জারি করা কঠিন। কারণ, এখানে অপ্রত্যাশিত যেকোনো কিছু ঘটতে পারে। এ ক্ষেত্রে বিষয়টি ত্বরিত সামাল দিতে হয়। কিন্তু রোবটটির গবেষকেরা বলছেন, তাঁরা রোবটটি এমনভাবে তৈরি করেছেন, যাতে নির্দিষ্ট সময়ে এটি অস্ত্রোপচার প্রক্রিয়ার সঙ্গে নিজেকে মানিয়ে নিতে পারে।
অ্যাক্সেল ক্রিগার বলেন, ‘স্টারের যেখানে বিশেষত্ব তা হলো, এটি প্রথম রোবটিক সিস্টেম, যা মানুষের ন্যূনতম সাহায্যে নরম টিস্যুতে অস্ত্রোপচারের পরিকল্পনা, অভিযোজন ও কার্যকর করতে পারে।’