ক্যামেরুনে নাইটক্লাবে অগ্নিকাণ্ডে অন্তত ১৬ জন নিহত

ফানাম নিউজ
  ২৪ জানুয়ারি ২০২২, ১০:৪৬

ক্যামেরুনের রাজধানী ইয়াউন্ডে একটি জনপ্রিয় নাইটক্লাবে অগ্নিকাণ্ডে অন্তত ১৬ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির সরকার। ক্লাবের ভেতরে আতশবাজি থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে।

রাজধানীর বাস্তোস জেলার দূতাবাস ও কূটনীতিক এলাকার ‘লিভ’ নামের নাইট ক্লাবটি আগুনে আচ্ছাদিত হয়ে যায়। কর্তৃপক্ষ জানায়, আগুন যেখানে রান্নার গ্যাস জমা করে রাখা হয়েছিল সেখান পর্যন্ত ছড়িয়ে পড়ে।

রোববার সরকারের মুখপাত্র রেনে এমানুয়েল বলেন, আমরা আহত ও নিহিত ব্যক্তিদের নাম ও জাতীয়তা খুঁজে বের করতে এখনও তদন্ত পর্যায়ে রয়েছি।

দেশটির যোগাযোগ মন্ত্রণালয় জানায়, আতশবাজির বিস্ফোরণ থেকে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। সরকারের বিবৃতিতে বলা হয়, সেখানের ছয়টি গ্যাস বোতলের বিকট বিস্ফোরণে আশপাশের আতঙ্কের সৃষ্টি করে। এ ঘটনায় আহত আটজনকে ইয়াউন্ডে কেন্দ্রীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সূত্র: আলজাজিরা