দূতাবাস কর্মীদের পরিবারকে ইউক্রেন ছাড়ার নির্দেশ যুক্তরাষ্ট্রের

ফানাম নিউজ
  ২৪ জানুয়ারি ২০২২, ১০:১৩

ইউক্রেনে অবস্থিত দূতাবাসের কর্মীদের পরিবারের সদস্যদের দেশটি ত্যাগের নির্দেশ দিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। এ ছাড়া অতিগুরুত্বপূর্ণ নয়, এমন দূতাবাস কর্মীদের ইউক্রেন ছাড়ার অনুমতিও দিয়েছে এ দপ্তর।

যুক্তরাজ্যের গণমাধ্যম বিবিসির খররে বলা হয়েছে, ইউক্রেনসহ এ অঞ্চলে উত্তেজনা বৃদ্ধির কারণে এসব নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্র সরকার। এ ছাড়া মার্কিন নাগরিকদের ইউক্রেন ত্যাগের বিষয়টি বিবেচনা করতে আহ্বান জানিয়েছে দেশটির সরকার।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক বিবৃতিতে বলা হয়েছে, বিভিন্ন প্রতিবেদন সূত্রে জানা যাচ্ছে, ইউক্রেনের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ সামরিক পদক্ষেপ নিতে যাচ্ছে রাশিয়া।

যদিও রাশিয়া বরাবরই বলে আসছে, ইউক্রেনে আক্রমণ চালানোর পরিকল্পনা তাদের নেই; তবে এরপরও ইউক্রেন ও রাশিয়া ভ্রমণের ব্যাপারে সতর্কবার্তা উচ্চারণ করেছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। দপ্তরের পক্ষ থেকে বলা হয়েছে, সম্প্রতি উত্তেজনা বেড়ে যাওয়ায় এসব দেশে ‘যুক্তরাষ্ট্রের নাগরিকেরা হয়রানির শিকার হতে পারেন’।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের একাধিক কর্মকর্তা বার্তা সংস্থা এএফপিকে বলেন, দূতাবাস খোলা থাকবে। তবে প্রেসিডেন্ট কার্যালয় হোয়াইট হাউসের পক্ষ থেকে সতর্কবার্তা দেওয়া হয়েছে, যেকোনো সময় ইউক্রেনে হামলা চালাতে পারে রাশিয়া। এই কর্মকর্তারা বলেছেন, এমন আকস্মিক ঘটনা ঘটলে নিজেদের নাগরিকদের সরিয়ে নেওয়ার মতো অবস্থায় নাও থাকতে পারে সরকার।

রাশিয়া হামলা চালানোর পরিকল্পনার কথা অস্বীকার করলেও ইউক্রেন সীমান্তে সেনা উপস্থিতি বাড়িয়েছে। পশ্চিমা দেশগুলোর সামরিক জোট ন্যাটোর পক্ষ থেকে বলা হয়েছে, প্রায় এক লাখ রুশ সেনা ইউক্রেন সীমান্তে অবস্থান নিয়েছে।

এদিকে যুক্তরাষ্ট্র এ হামলা ঠেকাতে প্রস্তুতি নিতে শুরু করেছে। ইউক্রেনের প্রতিরক্ষা বাহিনীর জন্য গোলাবারুদসহ ৯০ হাজার কেজি সামরিক সহযোগিতা পাঠিয়েছে।