কলম্বিয়ায় এক বছরে ১৪৫ অধিকারকর্মী নিহত

ফানাম নিউজ
  ১৮ জানুয়ারি ২০২২, ২৩:৩০

ল্যাটিন আমেরিকার দেশ কলম্বিয়াতে ২০২১ সালে কমপক্ষে ১৪৫ জন অধিকারকর্মী নিহত হয়েছেন। দেশটির একটি মানবাধিকার সংস্থার কর্মকর্তা কার্লোস ক্যামার্গো এ তথ্য জানিয়েছেন। মঙ্গলবার (১৮ জানুয়ারি) আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

বছরব্যাপী বিভিন্ন বিক্ষোভ দমন ও সরকারের কঠোর অভিযানের মধ্যেই এ হতাহতের খবর এলো। যদিও সংখ্যাটি ২০২০ সালের তুলনায় কম। কারণ সে সময় ১৮২ জন অধিকারকর্মী নিহত হন।

কার্লোস ক্যামার্গো এক বিবৃতিতে জানান, ২০২১ সালে যারা নিহত হন তাদের মধ্যে ৩২ জন ছিলেন ক্ষুদ্র-নৃতাত্ত্বিক গোষ্ঠীর প্রতিনিধি। তাছাড়া কৃষি সম্প্রদায়ের ১৬ ও ট্রেড ইউনিয়নের সাতজন প্রতিনিধি ছিলেন। তবে কারা এসব হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সে সম্পর্কে কোনো তথ্য দেননি তিনি।

বৈশ্বিক পর্যবেক্ষক গোষ্ঠীর তথ্যানুযায়ী, কলম্বিয়া হচ্ছে অধিকারকর্মীদের জন্য বিশ্বের সবচেয়ে বিপজ্জনক দেশগুলোর মধ্যে একটি। ২০২০ সালে দেশটিতে ৬৫ জন পরিবেশবাদী নিহত হন।

প্রেসিডেন্ট ইভান ডুকের সরকার বেশিরভাগ হত্যাকাণ্ডের জন্য মাদক পাচারকারীদের দায়ী করেছেন। জানা গেছে, বিশ্বের বৃহত্তম কোকেন উৎপাদনকারী দেশ হচ্ছে ল্যাটিন আমেরিকার এ দেশটি।

অন্যদিকে গত বছরের মে মাসে সরকার বিরোধী বিক্ষোভে ব্যাপক দমন-পীড়ন চালায় দেশটির পুলিশ ও সেনাবাহিনী। সপ্তাহব্যাপী চলা সংঘর্ষে সে সময় ৬০ জন নিহত হন।