শিরোনাম
ইউক্রেনে সামরিক অভিযানের অজুহাত খুঁজছে রাশিয়া। এজন্য ষড়যন্ত্র করছে মস্কো। ইউক্রেনকে বেকায়দায় ফেলতে, সাজানো হামলা চালানোর পরিকল্পনা করেছে ক্রেমলিন। স্থানীয় সময় শুক্রবার রাশিয়ার বিরুদ্ধে এসব অভিযোগ আনে মার্কিন কর্মকর্তারা।
পশ্চিমা দেশগুলোর সামরিক জোট ন্যাটোর সদস্য হতে মরিয়া ইউক্রেন। তবে এতে নারাজ রাশিয়া। গেল বছর শেষের দিক থেকেই ইউক্রেন সীমান্তে লাখো সেনার সমাবেশ ঘটিয়েছে মস্কো। তাদের দাবি, ইউক্রেনকে ন্যাটোভুক্ত করা যাবে না।
এদিকে, মার্কিন যুক্তরাষ্ট্রের এমন দাবি একেবারে উড়িয়ে দিয়েছে রাশিয়া। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ যুক্তরাষ্ট্রের এসব তথ্য ভিত্তিহীন। তাদের ইউক্রেনে হামলার পরিকল্পনা নেই।
অপরদিকে মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের মুখপাত্র জন কারবি বলেছেন, যুক্তরাষ্ট্রের গোয়েন্দাদের দেওয়া এসব তথ্য ‘একদম নির্ভুল’। হামলার জন্য তৈরি রাখা দলে রাশিয়ার গোয়েন্দা সদস্য, সেনাসদস্যসহ অন্য নিরাপত্তা বাহিনীর সদস্যরা থাকতে পারেন। সূত্র : দ্য গার্ডিয়ান