চীনকে দৃঢ়ভাবে মোকাবিলা জারি থাকবে: ভারতীয় সেনাপ্রধান

ফানাম নিউজ
  ১৩ জানুয়ারি ২০২২, ০৩:০৭

ভারতের সেনাপ্রধান জেনারেল এমএম নারাভানে বলেছেন, দৃঢ় ও স্থিরচিত্ত পন্থায় সীমান্তে চীনা সেনাদের মোকাবিলা অব্যাহত থাকবে। ভারত যেকোনও সামরিক প্রভাব মোকাবিলার জন্য প্রয়োজনের তুলনায় বেশি প্রস্তুত। 

সম্প্রতি এক সংবাদ সম্মেলনে পশ্চিমাঞ্চলীয় লাদাখ সীমান্ত নিয়ে মন্তব্য করতে গিয়ে তিনি এসব কথা বলেন। টাইমস নাউ নিউজ এ খবর জানিয়েছে।

ভারতীয় সেনাপ্রধান বলেছেন, প্রকৃত নিয়ন্ত্রণরেখায় (এলএসি) ভারত সর্বোচ্চ মাত্রায় আভিযানিক প্রস্তুতি বজায় রাখছে। একই সঙ্গে সীমান্ত বিরোধ নিরসনে চীনের সেনাবাহিনী পিএলএ-এর সঙ্গে আলোচনা-সংলাপ চালিয়ে যাচ্ছে।

জেনারেল নারাভানে বলেন, সামগ্রিক অর্থে হুমকি এখনও নিরসন হয়নি।

সেনাপ্রধান জানান, পেট্রোলিং পয়েন্ট ১৫ (হটস্প্রিংস) নিয়ে বিরোধ নিরসনের বিষয়ে তিনি আশাবাদী। লাদাখে অচলাবস্থা নিয়ে দুই দেশের সেনাবাহিনী ১৪তম দফায় বৈঠকে বসেছে।

তিনি বলেন, আলোচনা চলছে। যখন আলোচনা চলমান তখন সবসময় সংলাপের মাধ্যমে বিরোধ নিরসনের আশা থাকে। যেকোনও চ্যালেঞ্জ মোকাবিলায় আমরা যথেষ্ট প্রস্তুত। আমি আপনাদের এই বিষয়ে আত্মবিশ্বাসের সঙ্গে আশ্বস্ত করছি।