শিরোনাম
কোভিডের অতি সংক্রামক ওমিক্রন ভ্যারিয়েন্টের কারণে করোনভাইরাসের নতুন একটি ঢেউয়ের দ্বারপ্রান্তে রয়েছে রাশিয়া। বুধবার এমন মন্তব্য করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম এপি।
শীর্ষস্থানীয় সরকারি কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে পুতিন বলেন, ‘এটা স্পষ্ট যে, আমরা খুব কঠিন পরিস্থিতিতে রয়েছি। সম্ভাব্য নতুন সংক্রমণের দ্বারপ্রান্তে রয়েছি।’
বৈঠকে রাশিয়ার স্বাস্থ্যসেবা ব্যবস্থাকে আরও গতিশীল করার তাগিদ দেন পুতিন। তিনি বলেন, ‘আমরা দেখি দুনিয়ায় কী ঘটছে। এর মানে আমাদের প্রস্তুতির জন্য অন্তত কয়েক সপ্তাহ হাতে আছে।’
রাশিয়ান কর্মকর্তারা এ সপ্তাহেই কোভিডের একটি ঢেউ সম্পর্কে সতর্ক করেছিলেন। দেশটির কিছু অঞ্চলে ওমিক্রনের দ্রুত বিস্তার ঘটছে।